আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা ডাসার, ধনী জেলা নোয়াখালী

অর্থনৈতিক রিপোর্টার

দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা ডাসার, ধনী জেলা নোয়াখালী

দেশের দারিদ্র্য বেড়ে ১৯ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। সর্বশেষ খানা আয়-ব্যয় জরিপের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এ দারিদ্র্য মানচিত্র দিয়েছে বিবিএস। খানা আয়-ব্যয় জরিপে (হেইজ) দারিদ্রতার হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ।

বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত 'বাংলাদেশের দারিদ্র মানচিত্র ২০২২' এ এসব তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

এ মানচিত্রে বলা হচ্ছে, দেশের গ্রাম এলাকায় দারিদ্র্য কমে শহর এলাকায় বেড়েছে। হেইজে গ্রাম এলাকায় দারিদ্রতা ছিল ২০ দশমিক ৫, দারিদ্র মানচিত্রে তা কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ৩ শতাংশ। হেইজে শহর এলাকায় দারিদ্র্যতা ছিল ১৪ দশমিক ৭ শতাংশ, আর দারিদ্র্য মানচিত্রে তা এসেছে ১৬ দশমিক ৫ শতাংশ।

দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার উপজেলা। আর সবচেয়ে ধনী ঢাকার পল্টন। জেলা হিসেবেও সবচেয়ে দরিদ্র মাদারীপুর, আর সবচেয়ে ধনী জেলা নোয়াখালী।

বিবিএসের দারিদ্র মানচিত্রে দেখা যায়, দেশের বিভাগীয় দারিদ্র হিসেবে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ২৬ দশমিক ৬ শতাংশ। আর চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম দারিদ্র্য ১৫ দশমিক ২ শতাংশ।

জেলা হিসেবে সবচেয়ে বেশি দারিদ্র মাদারীপুর জেলা। এ জেলায় দারিদ্র ৫৪ দশমিক ৪ শতাংশ, আর সবচেয়ে কম দারিদ্র্য নোয়াখালী জেলা ৬ দশমিক ১ শতাংশ।

আর উপজেলা হিসেবে ৬৩ দশমিক ২ শতাংশ দারিদ্র্য নিয়ে শীর্ষে রয়েছে মাদারীপুরের ডাসার। আর সবচেয়ে কম দারিদ্র্য ঢাকার পল্টনে। এ এলাকায় দারিদ্র্য ১ শতাংশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন