আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অগ্রিম রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা প্রত্যাহার

অর্থনৈতিক রিপোর্টার

অগ্রিম রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা প্রত্যাহার

রপ্তানিকারকদের জন্য সুখবর দিল বাংলাদেশ ব্যাংক। রপ্তানির বিপরীতে অগ্রিম পাওয়া আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ব্যাংক। মূলত রপ্তানিকারকদের নগদ প্রবাহ বাড়ানো ও রপ্তানি বাণিজ্য সহজ করতে এ নির্দেশনা দেওয়া হয়।

বৃহস্পতিবার বাংলাদেশে ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বিদেশি ক্রেতাদের থেকে অগ্রিম পাওয়া রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে নেওয়া হলো। তবে প্রকৃত লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

নির্দেশনা অনুযায়ী, এ ধরনের রপ্তানিকারকের নিশ্চিত এলসি বা চুক্তি থাকতে হবে। যার ভিত্তিতে পণ্য রপ্তানি করা হবে। রপ্তানিকারকের পূর্ববর্তী রপ্তানি কার্যক্রম সন্তোষজনক হতে হবে এবং অর্ডার বাস্তবায়নের জন্য যথেষ্ট সক্ষমতা থাকতে হবে। এছাড়া অগ্রিম পাওয়া অর্থ অবশ্যই সুদমুক্ত হতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন