আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ সংশোধন

অর্থ মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান আন্দোলন চলবে, ঘোষণা ঐক্য পরিষদের

অর্থনৈতিক রিপোর্টার
অর্থ মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান আন্দোলন চলবে, ঘোষণা ঐক্য পরিষদের

এনবিআর বিলুপ্ত করে পৃথক দুই বিভাগ গঠনে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনার ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করেছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। পরিষদের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে বলেন, আমরা অধ্যাদেশের কোনো সংশোধনী কখনো চাইনি, বাতিল চেয়েছি। কিন্তু সেটি বাতিল না করার কারণে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন নামে পৃথক দুটি বিভাগ বাস্তবায়ন সময়সাপেক্ষ। এক্ষেত্রে বিদ্যমান আইন, বিধিবিধান, সাংগঠনিক কাঠামো পরিবর্তন, সংশোধন ছাড়া বিভাগ বাস্তবায়ন সম্ভব নয়। এজন্য এখনই এনবিআর বিলুপ্ত সম্ভব নয় বলে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অনুরোধ করা হয়েছে। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে গত মঙ্গলবার ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ সঙ্গে অর্থ উপদেষ্টার বৈঠককে ‘ফলপ্রসূ’ আখ্যা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অর্থ মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বৈঠককে ‘ফলপ্রসূ’ উল্লেখ করা হলেও তার বিরোধিতা করে ঐক্য পরিষদের নেতারা বলেন, অর্থ উপদেষ্টা আমাদের ১৩ জন প্রতিনিধির মধ্যে মাত্র দুইজনকে বক্তব্য দিতে দিয়েছেন। তা-ও তাদের বক্তব্য শেষ করতে পারেননি। অধ্যাদেশ বাতিলের পক্ষে তারা যুক্তি দিলেও সেটি তিনি আমলেই নেননি। আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

দাবি আদায়ে ঐক্য পরিষদের কর্মসূচির মধ্যে রয়েছে—আগামী শনি ও রোববার দুইদিন কাস্টমস হাউস এবং এলসি স্টেশনসমূহ ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি। এ ছাড়া কাস্টমস হাউস এবং এলসি স্টেশনসমূহে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

তারপরও দাবি মানা না হলে আগামী ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে বলে ঐক্য পরিষদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়।

এদিকে দাবি আদায়ে বৃহস্পতিবারও অবস্থান কর্মসূচি পালন করেন এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে ঐক্য পরিষদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন