আর্থিক খাত কেবিন থেকে বাড়িতে ফিরেছে: অর্থ উপদেষ্টা

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ২১: ২২

দেশের আর্থিক খাত আইসিইউ থেকে কেবিন পেরিয়ে বাড়ি ফিরে আসছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

সোমবার বাংলাদেশ ব্যাংকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ব্যক্তবে তিনি এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা অল্প সময়ের জন্য এসেছি। কিছুটা চেষ্টা করেছি সংস্কার করার জন্য। ১৫ বছরে প্রতিষ্ঠান, প্রক্রিয়া ও মানুষ সব নষ্ট হয়ে গেছে। এতো বছরের পাথর সরাতে সময় লাগবে। কাকে দিয়ে কাজ করাবো এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। এর মধ্যেও সোনার মানুষ আছে। এসব মানুষ নিয়ে সংস্কার করতে হবে। আর্থিক খাত মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে।

তিনি বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য সবার জন্য সমান সুযোগ ছিল না। দুর্নীত ছিল চূড়ান্ত পর্যায়। গুটি কয়েক লোক আর্থিক খাত ধ্বংস করে দিয়েছে। যে ব্যাংকের মালিক, সে এমপি, হোটেলের মালিক, টেলিভিশনের মালিক ছিল। সবই ছিল একচ্ছত্র। এটা থেকে এখন মুক্ত, তবে আসল মুক্ত হবো, যখন এটা পুনরায় না হয়। সবাই যেন সুযোগ পায়।

ব্যাংকিং খাত নিয়ে বলেন বলেন, ব্যাংকিং খাতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা অনেক বেশি। কেন্দ্রীয় ব্যাংক সুপারভিশন যদি ঠিকভাবে করতে পারে তাহলে অনিয়ম আর হবে না। বাংলাদেশ ব্যাংক গত এক বছরে যথেষ্ট প্রমাণ দিয়েছে। এখন কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন যেটা ইতিমধ্যে আপনারা শুরু করেছেন। যতটা সহায়তা দরকার ততটা করবো।

অর্থ উপদেষ্টা বলেন, জুলাইতে যারা শহিদ হয়েছেন তাদের গভীর শ্রদ্ধা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। জুলাইতে যেসব ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল তারা বেঁচে থাকবে এমন অবস্থা ছিল না। জীবন বাজি রেখেই এই আন্দোলন করেছেন। কঠিন সংগ্রামের মাধ্যমে নতুন স্বাধীনতা পেয়েছি। এখন সবচেয়ে বড় কর্তব্য বৈষম্যহীন দেশ গড়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও অর্থসচিব নাজমা মোবারক। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদের পরিবার ও যোদ্ধারা উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত