বিশ্ববাজারে মূল্য হ্রাসের ইতিবাচক প্রভাব পড়েছে দেশের উড়োজাহাজের জ্বালানি তেলের ওপর। আন্তর্জাতিক দর কমে যাওয়ায় উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১০৪ টাকা ৬১ পয়সা থেকে কমিয়ে ৯৪ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জ্বালানির মূল্য ৬৮ সেন্ট থেকে কমিয়ে ৬২ সেন্ট ধার্য করা হয়েছে।
বুধবার বিকালে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইআরসি । ঘোষিত নতুন দর আজ রাত ১২টা থেকে কার্যকর হবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য নিম্নমুখী হওয়ায় দেশীয় বাজারে এ সমন্বয় করা হয়েছে।
এর আগে, ২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি। সে সময় আন্তর্জাতিক বাজারের সঙ্গে মাসভিত্তিক সমন্বয়ের কথা জানানো হয়েছিল। সিদ্ধান্ত অনুযায়ী বৈশ্বিক বাজারে দর বাড়লে স্থানীয় পর্যায়েও বৃদ্ধি পাবে, আর কমলে দেশে মূল্য হ্রাস পাবে। তার আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সময় বিবেচনায় নিজস্ব ব্যবস্থাপনায় দর নির্ধারণ করতো।
বিপিসির বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে জেট ফুয়েল বিক্রির পরিমাণ ছিল চার লাখ ৭১ হাজার ৫৩৫ মেট্রিক টন। পরবর্তী অর্থবছরে তা বেড়ে হয় পাঁচ লাখ ৪১ হাজার ৩৩ মেট্রিক টনে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত ১৫ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১ এর মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির কাছে ন্যস্ত করা হয়। প্রজ্ঞাপন কার্যকরের পর চলতি বছরের ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দর নির্ধারণে গণশুনানি আয়োজন করে সংস্থাটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

