উড়োজাহাজ সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কুয়েত ও ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটের দুটি ফ্লাইট বাতিল হয়েছে এবং পরবর্তীতে সময় পুনঃনিধার্রণ হয়েছে। বিমান সূত্র জানিয়েছে, মঙ্গলবার ফ্লাইট দুটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে পরিচালনার কথা ছিল।
উড্ডয়নের পর পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন লক্ষ্য করেন বলে জানা গেছে। উড়োজাহাজটি তখন মিয়ানমারের আকাশে ছিল। নিরাপত্তার কারণে পাইলট ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং দুপুর ১টা ২১ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে ২৫টি উন্নতমানের উড়োজাহাজ কিনবে সরকার। ইতোমধ্যে এই অর্ডার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সচিবের অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।