আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিল্লিতে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন

আমার দেশ অনলাইন

দিল্লিতে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন
ছবি: সংগৃহীত

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এয়ার ইন্ডিয়ার হংকং-দিল্লি ফ্লাইট এআই-৩১৫ এ আগুন ধরে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে জানানো হয়, যাত্রীরা নামার সময় এই আগুন লাগার ঘটনা ঘটে। তবে কোনও যাত্রী বা ক্রু আহত হননি।

বিজ্ঞাপন

বিমানের সহায়ক শক্তি ইউনিট (অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট বা এপিইউ) থেকেই আগুনের সূত্রপাত ঘটে। স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে আগুন শনাক্ত হওয়ার পর সঙ্গে সঙ্গে এপিইউ বন্ধ হয়ে যায়। যাত্রীরা নিরাপদে বিমান থেকে নেমে যান।

এর আগে সোমবার (২১ জুলাই) এয়ার ইন্ডিয়ার কোচি-মুম্বাই ফ্লাইট রানওয়ে থেকে সরে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং একই দিনে দিল্লি-কলকাতা ফ্লাইট উড্ডয়নের সময় শেষ মুহূর্তে টেকঅফ বাতিল করে। এ নিয়ে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে তিনটি ঘটনা ঘটলো ভারতের জাতীয় পতাকাবাহী এয়ারলাইনের ফ্লাইটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন