আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬০

আমার দেশ ডেস্ক

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬০

যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের কাছে রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরে অবতরণের সময় মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

সংঘর্ষের যাত্রীবাহী বিমানটি পাশেই পোটোম্যাক নদীতে পড়ে যায়। ৬৪ জন আরোহীর সবার মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। হেলিকপ্টারের ৩ সেনা নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দুর্ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু হয়।

সিএনএন জানিয়েছে, আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ৫৩৪২, বিমানটিতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন এবং এটি ক্যানসাসের উইচিটা থেকে ছেড়েছিল। রিগান জাতীয় বিমানবন্দরে সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন