যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬০

আমার দেশ ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০০: ১০

যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের কাছে রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরে অবতরণের সময় মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

সংঘর্ষের যাত্রীবাহী বিমানটি পাশেই পোটোম্যাক নদীতে পড়ে যায়। ৬৪ জন আরোহীর সবার মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। হেলিকপ্টারের ৩ সেনা নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দুর্ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু হয়।

সিএনএন জানিয়েছে, আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ৫৩৪২, বিমানটিতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন এবং এটি ক্যানসাসের উইচিটা থেকে ছেড়েছিল। রিগান জাতীয় বিমানবন্দরে সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত