বিও হিসাব রক্ষণাবেক্ষণে খরচ কমছে ৩০০ টাকা

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ২৭ মে ২০২৫, ২১: ৪৩

শেয়ারবাজারে লেনদেনে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব রক্ষণাবেক্ষণে খরচ ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিশনের এ সিদ্ধান্তের ফলে একজন বিনিয়োগকারীর বিও হিসাব সংরক্ষণে আগের তুলনায় প্রায় ৬৭ শতাংশ ব্যয় কমছে। তবে বেশ কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই বিও হিসাব সংরক্ষণের নতুন ফি কার্যকর হবে।

বিও হিসাব খুলে শেয়ারবাজারে লেনদেন করতে হয়। প্রতিবছর বিও হিসাব নবায়ন করার বাধ্যবাধকতা রয়েছে। বিও হিসাবের সংরক্ষণে বিনিয়োগকারীর কাছ থেকে প্রাপ্ত আয়ের অংশ বিএসইসি, সেন্ট্রাল ডিপোজটরি বাংলাদেশ (সিডিবিএল) এবং বিনিয়োগকারী যে ব্রোকারেজ হাউসে বিও হিসাবে খোলেন সেই হাউস পেয়ে থাকে। শেয়ারবাজারে ক্রমাগত দরপতনের কারণে বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এ অবস্থায় বিও হিসাব সংরক্ষণের খরচ কমলে তারা কিছুটা স্বস্তি ফিরে পাবে।

বিষয়:

বিএসইসি

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত