দুই মাসে কম আদায় ৬ হাজার ৫৭৭ কোটি টাকা

রাজস্ব আদায়ে ঘাটতিতেই এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২: ৩৮

রাজস্ব আদায়ে ঘাটতির মুখেই রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আদায় বাড়াতে মাঠ পর্যায়ে গতি বাড়ানোর কথা বলা হলেও অর্থবছরের প্রথম দুইমাসে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় ৬ হাজার ৫৭৭ কোটি টাকা কম হয়েছে।

আদায়ের লক্ষ্য ছিল ৬১ হাজার কোটি টাকা। কিন্তু এ সময়ে আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। রোববার রাজস্ব আদায়ে হালনাগাদ তথ্যে এমন চিত্রই উঠে এসেছে।

বিজ্ঞাপন

আন্দোলন থেমে যাওয়ার পরও রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত ফল আসেনি। মূলত গত দুই মাসে এনবিআরের বদলীজনিত কারণে রাজস্ব আদায়ে শ্লথগতি তৈরি হয়েছে।

এনবিআর কর্মকর্তারা বলছেন, প্রতি বছর বাজেট পরবর্তী মাসে বদলি সম্পন্ন হলেও এবার আন্দোলনের কারণে এতে কিছুটা বিলম্ব হচ্ছে। এ কারণে রাজস্ব আদায়ে তার প্রভাব পড়ছে। চলতি সেপ্টেম্বরের মধ্যে বদলিপ্র ক্রিয়া সম্পন্ন হলে আগামীতে রাজস্ব আদায়ে গতি আসবে।

তবে এনবিআরের কর্মকর্তাদের মধ্যে বরখাস্ত ও বদলি–আতঙ্ক বিরাজ করার কারণেও রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়ছে।

এনবিআরের হিসাবে, এ বছরের জুলাই–আগস্টে ভ্যাট থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। এই খাত থেকে আদায় হয়েছে ২২ হাজার ৪৩৭ কোটি টাকা। এ ছাড়া কাস্টমস খাতে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা এবং আয়করে আদায় হয়েছে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত