বাজারে পেঁয়াজের দাম বাড়বে না বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে তিনি এ কথা জানান।
পেয়াজের কোনো সংকট নেই উল্লেখ করে কৃষি উপদেষ্টা বলেন, ১২০-১৩০ টাকার পেঁয়াজ দাম কমে এখন ৯৫-১০০ টাকায় চলে আসছে।
তিনি বলেন, কিছু ব্যবসায়ী পেঁয়াজ আমদানির জন্য আমাদের ওপরে অনেক প্রেসার দিয়েছে। তারা এ বিষয় নিয়ে আদালতেও গেছেন।
উপদেষ্টা আরো বলেন, কৃষকদের কথা চিন্তা করে আমরা পেঁয়াজ আমদানির অনুমোদন দিইনি।
তিনি বলেন, মন্ত্রণালয়ের উদ্যোগে কৃষকরা তাদের পেয়াজ সংরক্ষণ করতে পেরেছে। কৃষি মন্ত্রণালয় একটা পেঁয়াজ উৎপাদন করেছে ওটা গ্রীষ্মকালীন, বর্তমানে তা বাজারে আসা শুরু করেছে। শীতের যে পেঁয়াজ, সেটাও বাজারে আসা শুরু করেছে। ফলে বাজারে পেঁয়াজের দাম বাড়ার আর আশঙ্কা নেই।
আলুর বিষয়ে উপদেষ্টা বলেন, এবার কৃষকরা আলুতে দাম পায়নি। এখন কিছুটা দাম বেড়েছে। আরেকটু দাম বাড়া দরকার।
তিনি বলেন, আলু নষ্ট হয়ে যায় কি না, এজন্য কৃষকদের অনুরোধে কোল্ড স্টোরেজ ডিসেম্বর পর্যন্ত চালু রাখার কথা বলা হয়েছে।


হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় কাল