আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবি ব্যাংকের চেয়ারম্যান খায়রুল আলমের পদত্যাগ

অর্থনৈতিক রিপোর্টার
এবি ব্যাংকের চেয়ারম্যান খায়রুল আলমের পদত্যাগ

আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় তিনি পদত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, তার কাজের চাপের কারণে পদত্যাগ করেছেন। নতুন করে এখনো কাউকে চেয়ারম্যান করা হয়নি। আগামীকাল (সোমবার) বোর্ড মিটিং ডাকা হয়েছে সেখানে সিদ্ধান্ত নেয়া হবে।

ব্যাংকটির একটি সূত্র জানায়, সাবেক একজন ব্যবস্থাপনা পরিচালককে চেয়ারম্যান করা হবে বলে আলোচনা রয়েছে।

ব্যারিস্টার খায়রুল আলম ২০২২ সালের আগস্টে এবি ব্যাংকের চেয়ারম্যান হন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন