স্টাফ রিপোর্টার
যুগ যুগ ধরে দাপিয়ে বেড়িয়েছে প্রিন্টিং ব্যবসা। ছাপাখানা ছিল সভ্যতার অবিচ্ছেদ্য অংশ। যে কোনো নথি ছাপিয়ে সংরক্ষণ করা চিরায়ত রীতিতে পরিণত হয়েছিল। সেখানে বেশ ভাটা পড়েছে। নানা আধুনিক প্রযুক্তি ও অনলাইনের যুগে কদর হারাচ্ছে প্রেস মেশিন। ই-নথির প্রচলন শুরু হওয়ায় প্রিন্ট করার প্রয়োজনীয়তা ধীরে ধীরে কমে আসছে। ছাপাখানার ঐতিহ্য ধরে রাখতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা।
আধুনিকায়নের সঙ্গে বাড়ছে কালি ও কাগজের দাম। মজুরি না বাড়ালেও শ্রম নিয়োগ কঠিন। কিন্তু ছাপার দরে উন্নতি হচ্ছে না। এ ছাড়া অলিতে-গলিতে অনেক নিম্নমানের প্রেস গড়ে ওঠায় কমে যাচ্ছে মান, অসুস্থ প্রতিযোগিতার কাছে নষ্ট হচ্ছে বাজার।
রাজধানীর কাঁটাবনের স্বস্তি প্রিন্টার্সের মালিক সুজন চন্দ্র দাস বলেন, ‘আগে আমার প্রেসে একজন মেশিনম্যান কাজ করতেন। চাকরি ছাড়ার পর তিনি শ্বশুরবাড়ি থেকে ১০ লাখ টাকা এবং আরও পাঁচ লাখ টাকা ধার করে নিজেই প্রেস কিনেছেন। এমন মেশিনম্যানের সংখ্যাও অনেক। তারা নিজেরাই প্রেস চালায়, আমাদের মতো মালিক নয়, তাই খরচও কম রাখতে পারছে। অথচ আমাকে ২০-২৫ হাজার টাকা মাসে একেকজন শ্রমিককে বেতন দিতে হয়।’
তিনি আরও বলেন, ‘কিছু প্রেস আবার ভ্যাট ও ট্যাক্সের আওতামুক্ত। তাদের খরচ আরও কম। এখন যে অবস্থায় প্রেস ব্যবসা পড়েছে, তাতে ১০-১৫ বছর পর আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে অনেক প্রেসই ঝরে পড়বে। এনজিওর কাজ কমে গেছে, তারা ফান্ড পায় না। মেডিকেলের কাজও কম। আর যারা নিজের টাকায় বই করেন, তারাও বেশি বিক্রি করতে পারেন না। পাঠকের সংখ্যাও কমছে, বইও পিডিএফ হয়ে যাচ্ছে। আর যা লেখা হয়, সেই বইগুলোর সামান্য কিছু বাদে অন্যগুলোর মান একেবারেই নেই। বইমেলার অবস্থাও খুব ভালো নয়। ছেলেমেয়েরা মেলায় গিয়ে ঘোরে, বই দেখে; কিন্তু বাবা-মা টাকা দেয় না বলে কিনতে পারে না। আবার কেউ কেউ দুই হাজার টাকার চাইনিজ খেয়ে ফেসবুকে দেবে, কিন্তু বই কেনার আগ্রহ গড়ে ওঠেনি ।’
একই অভিমত ব্যক্ত করেছেন নকশা ইমপ্রেশনস লিমিটেডের মালিক রেজাউল ইসলাম। তিনি বলেন, ‘আগের বইমেলায় ২০টি বই করেছিলাম, এবার ৩টি। অন্য সময় হলে এতদিনে ২০-২৫টি বই হয়ে যেত। গতবার নবীন লেখকদের ৫শ’ কপি বই ছাপাতে ৩০-৩২ হাজার টাকা লাগত, এবার একটি ভালো মানের বই করতে ৩৫-৪০ হাজার টাকা লাগছে। টাকার কথা শুনে তারা মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। মাসে দেড় লাখ টাকা কর্মচারী-কর্মকর্তাদের বেতন, ভাড়া সব মিলিয়ে লাগে। ২০০৩ সাল থেকে ছাপার ব্যবসায় আছি। মায়া পড়ে গেছে। তাই ভারসাম্য রেখে চলতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বই ব্যবসার এই দুর্গতির কারণ আমাদের এখানে কালির দাম, কাগজের দাম বেশি। অথচ চীনা কালির দাম কম। আবার লেখকরা বইয়ের রয়ালিটি পান না। বইয়ের মার্কেটিং সিরিয়াসলি কেউ করেন না। অনেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে, বেশিরভাগই খ্যাতির মোহে আবার কেউ বুদ্ধিজীবী হওয়ার লোভে ও লাভে বই লেখেন। উন্নত দেশগুলোতে সরকার বই কিনে নেয়। আমাদের এখানে সেই অবস্থা নেই। লেখক বই লেখেন ক্ষমতাবান হওয়ার জন্য। আর ই-বুকের চাহিদাও দিন, দিন বাড়ছে।’
মেঘনা প্রিন্টার্সের মালিক মিজানুর রহমান খানও হতাশার কথা শোনালেন। তিনি বলেন, ‘বই ছাপিয়ে তেমন একটা লাভ থাকছে না। তবুও এবার গাঙচিল প্রকাশনীর ১৬টি বই চাপিয়েছি। ঘোড়াউতরা প্রকাশনীর কাজও নিয়মিত করি। ডিজাইন, কম্পোজ তারা করে দেয়। প্রিন্টিং আমি করি। এসবের পরও ভালোবাসার টানে বই ব্যবসা ধরে রেখেছি।
তিনি আরো বলেন, ‘এক সময় প্রিন্টিং ব্যবসায় বিনিয়োগ করেছিলাম। ধীরে ধীরে নিজেই এখন ব্যবসা পরিচালনা করছি। যদিও প্রেস ব্যবসার অবস্থা ভালো নয়। সবকিছু ডিজিটাল হয়ে গেছে। আগে দোকানদারি করতে ক্যাশ মেমো লাগত। এখন সেগুলোরও প্রয়োজন হয় না। আবার কম্পিউটার চলে এসেছে। আর বই কেনার দিকেও মানুষের আগ্রহ কম।’
যুগ যুগ ধরে দাপিয়ে বেড়িয়েছে প্রিন্টিং ব্যবসা। ছাপাখানা ছিল সভ্যতার অবিচ্ছেদ্য অংশ। যে কোনো নথি ছাপিয়ে সংরক্ষণ করা চিরায়ত রীতিতে পরিণত হয়েছিল। সেখানে বেশ ভাটা পড়েছে। নানা আধুনিক প্রযুক্তি ও অনলাইনের যুগে কদর হারাচ্ছে প্রেস মেশিন। ই-নথির প্রচলন শুরু হওয়ায় প্রিন্ট করার প্রয়োজনীয়তা ধীরে ধীরে কমে আসছে। ছাপাখানার ঐতিহ্য ধরে রাখতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা।
আধুনিকায়নের সঙ্গে বাড়ছে কালি ও কাগজের দাম। মজুরি না বাড়ালেও শ্রম নিয়োগ কঠিন। কিন্তু ছাপার দরে উন্নতি হচ্ছে না। এ ছাড়া অলিতে-গলিতে অনেক নিম্নমানের প্রেস গড়ে ওঠায় কমে যাচ্ছে মান, অসুস্থ প্রতিযোগিতার কাছে নষ্ট হচ্ছে বাজার।
রাজধানীর কাঁটাবনের স্বস্তি প্রিন্টার্সের মালিক সুজন চন্দ্র দাস বলেন, ‘আগে আমার প্রেসে একজন মেশিনম্যান কাজ করতেন। চাকরি ছাড়ার পর তিনি শ্বশুরবাড়ি থেকে ১০ লাখ টাকা এবং আরও পাঁচ লাখ টাকা ধার করে নিজেই প্রেস কিনেছেন। এমন মেশিনম্যানের সংখ্যাও অনেক। তারা নিজেরাই প্রেস চালায়, আমাদের মতো মালিক নয়, তাই খরচও কম রাখতে পারছে। অথচ আমাকে ২০-২৫ হাজার টাকা মাসে একেকজন শ্রমিককে বেতন দিতে হয়।’
তিনি আরও বলেন, ‘কিছু প্রেস আবার ভ্যাট ও ট্যাক্সের আওতামুক্ত। তাদের খরচ আরও কম। এখন যে অবস্থায় প্রেস ব্যবসা পড়েছে, তাতে ১০-১৫ বছর পর আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে অনেক প্রেসই ঝরে পড়বে। এনজিওর কাজ কমে গেছে, তারা ফান্ড পায় না। মেডিকেলের কাজও কম। আর যারা নিজের টাকায় বই করেন, তারাও বেশি বিক্রি করতে পারেন না। পাঠকের সংখ্যাও কমছে, বইও পিডিএফ হয়ে যাচ্ছে। আর যা লেখা হয়, সেই বইগুলোর সামান্য কিছু বাদে অন্যগুলোর মান একেবারেই নেই। বইমেলার অবস্থাও খুব ভালো নয়। ছেলেমেয়েরা মেলায় গিয়ে ঘোরে, বই দেখে; কিন্তু বাবা-মা টাকা দেয় না বলে কিনতে পারে না। আবার কেউ কেউ দুই হাজার টাকার চাইনিজ খেয়ে ফেসবুকে দেবে, কিন্তু বই কেনার আগ্রহ গড়ে ওঠেনি ।’
একই অভিমত ব্যক্ত করেছেন নকশা ইমপ্রেশনস লিমিটেডের মালিক রেজাউল ইসলাম। তিনি বলেন, ‘আগের বইমেলায় ২০টি বই করেছিলাম, এবার ৩টি। অন্য সময় হলে এতদিনে ২০-২৫টি বই হয়ে যেত। গতবার নবীন লেখকদের ৫শ’ কপি বই ছাপাতে ৩০-৩২ হাজার টাকা লাগত, এবার একটি ভালো মানের বই করতে ৩৫-৪০ হাজার টাকা লাগছে। টাকার কথা শুনে তারা মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। মাসে দেড় লাখ টাকা কর্মচারী-কর্মকর্তাদের বেতন, ভাড়া সব মিলিয়ে লাগে। ২০০৩ সাল থেকে ছাপার ব্যবসায় আছি। মায়া পড়ে গেছে। তাই ভারসাম্য রেখে চলতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বই ব্যবসার এই দুর্গতির কারণ আমাদের এখানে কালির দাম, কাগজের দাম বেশি। অথচ চীনা কালির দাম কম। আবার লেখকরা বইয়ের রয়ালিটি পান না। বইয়ের মার্কেটিং সিরিয়াসলি কেউ করেন না। অনেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে, বেশিরভাগই খ্যাতির মোহে আবার কেউ বুদ্ধিজীবী হওয়ার লোভে ও লাভে বই লেখেন। উন্নত দেশগুলোতে সরকার বই কিনে নেয়। আমাদের এখানে সেই অবস্থা নেই। লেখক বই লেখেন ক্ষমতাবান হওয়ার জন্য। আর ই-বুকের চাহিদাও দিন, দিন বাড়ছে।’
মেঘনা প্রিন্টার্সের মালিক মিজানুর রহমান খানও হতাশার কথা শোনালেন। তিনি বলেন, ‘বই ছাপিয়ে তেমন একটা লাভ থাকছে না। তবুও এবার গাঙচিল প্রকাশনীর ১৬টি বই চাপিয়েছি। ঘোড়াউতরা প্রকাশনীর কাজও নিয়মিত করি। ডিজাইন, কম্পোজ তারা করে দেয়। প্রিন্টিং আমি করি। এসবের পরও ভালোবাসার টানে বই ব্যবসা ধরে রেখেছি।
তিনি আরো বলেন, ‘এক সময় প্রিন্টিং ব্যবসায় বিনিয়োগ করেছিলাম। ধীরে ধীরে নিজেই এখন ব্যবসা পরিচালনা করছি। যদিও প্রেস ব্যবসার অবস্থা ভালো নয়। সবকিছু ডিজিটাল হয়ে গেছে। আগে দোকানদারি করতে ক্যাশ মেমো লাগত। এখন সেগুলোরও প্রয়োজন হয় না। আবার কম্পিউটার চলে এসেছে। আর বই কেনার দিকেও মানুষের আগ্রহ কম।’
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলামকেও অনুরূপ শাস্তি দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
১ দিন আগেব্যাংক সূত্রে জানা গেছে, অডিট টিমের তদন্ত শেষে অনিয়মের পূর্ণাঙ্গ চিত্র ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে ব্যাংকের পক্ষ থেকে দুর্নীতি দমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে যাতে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনী শাস্তিমুলক ব্যবস্হার মুখোমুখি করা যায়।
১ দিন আগেবাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) সরকারি ক্রয় বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চ-পদস্থ নীতি নির্ধারণী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেছে।
২ দিন আগে