আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নীতি সুদহার ও বেসরকারি ঋণের প্রবৃদ্ধি অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার

নীতি সুদহার ও বেসরকারি ঋণের প্রবৃদ্ধি অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা

নীতি সুদহার ও বেসরকারি ঋণের প্রবৃদ্ধি অপরিবর্তিত রেখে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে এই ঘোষণা দিয়েছে। সোমবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে এই মুদ্রানীতি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

গভর্নর ড. আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার সময় কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোর স্বল্পমেয়াদি ধারে ব্যবহৃত রোপোর সুদহার ছিল ৮ দশমিক ৫০ শতাংশ। তিন দফায় ৫০ বেসিস পয়েন্ট করে তা বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। নতুন মুদ্রানীতিতেও তা অপরিবর্তিত রাখা হয়েছে। একইসঙ্গে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৯ দশমিক ৮ শতাংশেই রাখা হয়েছে।

এদিকে মুল্যস্ফীতির লক্ষ্যমাত্রার ৭-৮ শতাংশ ধরা হয়েছে মুদ্রানীতিতে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন