স্টাফ রিপোর্টার
এনবিআর সংস্কারে গঠিত পরামর্শক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) রোববার রাতে সংস্কার কমিটি বিলুপ্তির বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, এনবিআর সংস্কারে রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠনে অধ্যাদেশ জারি করায় পরামর্শক কমিটির কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হলো।
বিদ্বেষ থেকে এনবিআরকে বিলুপ্ত করে দুই ভাগ করা হলে জাতির জন্য ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে-পরামর্শক কমিটির একজন সদস্য সতর্ক করার একদিনের মাথায় বিলুপ্তির এ প্রজ্ঞাপন জারি করলো আইআরডি।
শনিবার এমসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে দুই ভাগ করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ করার অধ্যাদেশে পরামর্শক কমিটির সুপারিশ ঠিকঠাক প্রতিফলিত হয়নি বলে কমিটির সদস্য ফরিদ উদ্দিন মন্তব্য করেন।
উল্লেখ্য, গতবছরের অক্টোবর মাসে এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ খানকে প্রধান করে পরামর্শক কমিটি গঠন করা হয়েছিল।
কমিটি তাদের সুপারিশে এনবিআরকে বিলুপ্ত করে রাজস্বনীতি ও রাজস্ব বাস্তবায়ন নামে দুটি পৃথক বিভাগ গঠনের সুপারিশ করে। কমিটির সেই সুপারিশের প্রেক্ষিতে ১২ মে রাতে এনবিআর বিলুপ্ত করে বিভাগ গঠনে অধ্যাদেশ জারি করে সরকার। কিন্তু প্রশাসন ক্যাডারের আধিপত্য তৈরির আশংকা থেকে অধ্যাদেশ বাতিলের দাবি জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পরবর্তীতে তারা এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করে। অচলাবস্থার মধ্যে সরকারের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি ও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত কার্যক্রম চলমান থাকার ঘোষণা দেয়ার পর তারা আন্দোলন প্রত্যাহার করে নেয়।
এনবিআর সংস্কারে গঠিত পরামর্শক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) রোববার রাতে সংস্কার কমিটি বিলুপ্তির বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, এনবিআর সংস্কারে রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠনে অধ্যাদেশ জারি করায় পরামর্শক কমিটির কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হলো।
বিদ্বেষ থেকে এনবিআরকে বিলুপ্ত করে দুই ভাগ করা হলে জাতির জন্য ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে-পরামর্শক কমিটির একজন সদস্য সতর্ক করার একদিনের মাথায় বিলুপ্তির এ প্রজ্ঞাপন জারি করলো আইআরডি।
শনিবার এমসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে দুই ভাগ করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ করার অধ্যাদেশে পরামর্শক কমিটির সুপারিশ ঠিকঠাক প্রতিফলিত হয়নি বলে কমিটির সদস্য ফরিদ উদ্দিন মন্তব্য করেন।
উল্লেখ্য, গতবছরের অক্টোবর মাসে এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ খানকে প্রধান করে পরামর্শক কমিটি গঠন করা হয়েছিল।
কমিটি তাদের সুপারিশে এনবিআরকে বিলুপ্ত করে রাজস্বনীতি ও রাজস্ব বাস্তবায়ন নামে দুটি পৃথক বিভাগ গঠনের সুপারিশ করে। কমিটির সেই সুপারিশের প্রেক্ষিতে ১২ মে রাতে এনবিআর বিলুপ্ত করে বিভাগ গঠনে অধ্যাদেশ জারি করে সরকার। কিন্তু প্রশাসন ক্যাডারের আধিপত্য তৈরির আশংকা থেকে অধ্যাদেশ বাতিলের দাবি জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পরবর্তীতে তারা এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করে। অচলাবস্থার মধ্যে সরকারের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি ও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত কার্যক্রম চলমান থাকার ঘোষণা দেয়ার পর তারা আন্দোলন প্রত্যাহার করে নেয়।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার (২১ অক্টোবর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ১১ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমান রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
২ ঘণ্টা আগেফের বড় ধরনের তারল্য সংকটে পড়েছে দেশের শেয়ারবাজার। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ৩৫৫ কোটি টাকা, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৩ জুন ডিএসইতে সর্বনিম্ন ২৭৬ কোটি টাকা লেনদেন হয়েছিল।
২ ঘণ্টা আগেদাবা বিশ্বকাপে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্বকারী মনন রেজা নীড়ের বিশ্বজয়ের যাত্রার অংশীদার হতে পেরে গর্বিত বার্জার পেইন্টস বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক সম্প্রতি ছয়টি ব্যাংক থেকে প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে ৩৮ মিলিয়ন ডলার কিনেছে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্যাংকগুলো থেকে মোট ২ দশমিক ১২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
৪ ঘণ্টা আগে