প্রতিষ্ঠার এক দশক পর নিজস্ব জনবল পাচ্ছে এফআরসি

কাওসার আলম
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১০: ০৩

অবশেষে নিজস্ব জনবল পেতে যাচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)। ২০১৫ সালে এটি প্রতিষ্ঠিত হলেও নিজস্ব জনবল ছাড়াই চলছে এ প্রতিষ্ঠানটির কার্যক্রম। সে হিসাবে প্রতিষ্ঠার এক দশক পর নিজস্ব জনবলের মাধ্যমে কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

জানতে চাইলে এফআরসি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ভূঁইয়া আমার দেশকে বলেন, এফআরসি প্রতিষ্ঠিত হওয়ার এক দশক পার হলেও নিজস্ব জনবল ছাড়াই এটির কার্যক্রম চলছিল। সম্প্রতি সরকারের পক্ষ জনবল নিয়োগে অনুমোদন লাভ করেছে এফআরসি। নিজস্ব জনবল অত্যাবশ্যকীয় উল্লেখ করে তিনি বলেন, নিজস্ব জনবল ছাড়া কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা অসম্ভব। নিজস্ব জনবল নিয়োগ পাওয়ার পর প্রতিষ্ঠানটির কার্যক্রমে গতিশীলতা ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান চেয়ারম্যান।

জানা গেছে, এফআরসির পক্ষ থেকে ১৫০ জনের নিয়োগের জন্য অর্থ মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছিল। কিন্তু ৫৭ জনের নিয়োগে অনুমোদন লাভ করে এফআরসি। তাদের মধ্যে সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়া হবে ১০ জনকে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনবল নিয়োগের বিষয়টি এফআরসিকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষা কার্যক্রমে আন্তর্জাতিক মান বজায় রেখে স্বচ্ছতা, জবাবদিহি ও আস্থা নিশ্চিত করার লক্ষ্যে এফআরসির যাত্রা শুরু হয়। কিন্তু নিজস্ব জনবল না থাকার কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি আসেনি। বর্তমানে এফআরসিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী ইন্টার্ন হিসেবে চুক্তিতে কাজ করছে। তিন মাস পরপর এ চুক্তি নবায়ন করা হয়। মাসিক ১০ হাজার টাকা হিসাবে তাদের ভাতা দেওয়া হয়।

তবে স্থায়ী জনবল নিয়োগের ক্ষেত্রে ইন্টার্নদের অগ্রাধিকারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন এফআরসি চেয়ারম্যান। তিনি বলেন, যারা এখন কাজ করছে তাদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যথানিয়মে উত্তীর্ণ হলেই তারা এফআরসির জনবল হিসেবে নিয়োগ পাবে।

জানা গেছে, এফআরসি কার্যক্রম পরিচালনার জন্য একজন চেয়ারম্যান ও চারজন নির্বাহী পরিচালক রয়েছেন। তারাই এফআরসির নীতি নির্ধারক হিসেবে কাজ করেন। তাদের নিয়োগকর্তা হচ্ছে সরকার। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার দেশের বিভিন্ন প্রতিষ্ঠান পুনর্গঠনের উদ্যোগ নেয়। পুনর্গঠনের অংশ হিসেবে এফআরসির বর্তমান চেয়ারম্যানসহ যে চারজন নির্বাহী পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। দুই বছরের জন্য তারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

অন্যদিকে এফআরসির কার্যক্রম পরিচালনার জন্য চারটি বিভাগ রয়েছে। এগুলো হলো- মানদণ্ড নির্ধারণী বিভাগ, আর্থিক প্রতিবেদন পরীক্ষণ বিভাগ, নিরীক্ষা চর্চা পুনরীক্ষণ বিভাগ ও প্রয়োগকারী বিভাগ। এ বিভাগগুলোতে জনবল নিয়োগ দেওয়া হবে।

এফআরসির ওয়েবসাইটে তাদের যেসব কার্যক্রমের কথা উল্লেখ রয়েছে সেগুলো হলো- আন্তর্জাতিক মান অনুযায়ী নিরীক্ষা মান নির্ধারণ ও কার্যকর বাস্তবায়ন; নিরীক্ষক প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন ও গুণগত মান পর্যবেক্ষণ; কোম্পানির আর্থিক প্রতিবেদন যাতে স্বচ্ছ ও নির্ভরযোগ্য হয় তা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন; প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুশাসনের নীতি প্রণয়ন ও তদারকি; সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম মনিটরিং এবং অর্থ মন্ত্রণালয় ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় করে আইন বাস্তবায়নে সহায়তা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত