স্টাফ রিপোর্টার
সারাদেশে কাঁচামরিচের ক্ষেত নষ্ট হয়ে উৎপাদন কমেছে। বর্তমানে দেশীয় কাঁচা মরিচ বাজারে নেই বললেই চলে। উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে ভারত থেকে মরিচ আমদানি করা হচ্ছে। আর এই আমদানি করা কাঁচামরিচ নিয়ে দেশের বাজারে চলছে ব্যাপক কারসাজি। দুই দিনের টানা বর্ষণে দাম বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে ৩০০ থেকে ৪৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কারওয়ান বাজারের মসজিদের সামনের কাঁচাবাজারে দোকানি রোমান মিয়া আমার দেশকে বলেন, একদিকে টানা ভারী বৃষ্টি অন্যদিকে পূজার ছুটির কারণে আমদানি বন্ধ থাকায় হঠাৎ সরবরাহ কমে গেছে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বেড়ে গেছে।
রোমান আরও জানান, বৃহস্পতিবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত সর্বোচ্চ ৪৪০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করেছি। সর্বশেষ রাত ৯টার দিকে আধা কেজি মরিচ ১৫০ টাকায় বিক্রি করেছি।
মোবারক হোসেন নামের ক্রেতা বলেন, বাজারে কাঁচা মরিচ নেই বললেই চলে। অনেক ঘুরাঘুরির পর ৩২০ টাকা কেজিতে ২৫০ গ্রাম মরিচ কিনেছি।
কৃত্রিম সংকট তৈরি করে আমদানি কাঁচা মরিচে ভোক্তাদের পকেট কেটে অতিরিক্ত মুনাফা লুটে নিচ্ছে একটি কারসাজি চক্র। গত ৭ দিন আগেও যে কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০ টাকায় কেজিপ্রতি বিক্রি হয়েছে, গত তিনদিন থেকে তা হঠাৎ বেড়ে ২৮০ থেকে ৩০০ টাকায় পৌঁছায়। বৃহস্পতিবার দিনভর রাজধানীর বিভিন্ন বাজারে এ নিয়ে চলেছে ব্যাপক কারসাজি।
কোনো বাজারে ভোক্তাদের জিম্মি করে ৩০০ থেকে ৪৪০ টাকা পর্যন্ত বিক্রি করেছে। স্বল্প সময়ের ব্যবধানে কাঁচা মরিচের দামে এত বেশি উঠানামায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তারা বলছেন, বাজারে কোনো নিয়ন্ত্রণ না থাকায় ব্যবসায়ীরা কারসাজিতে লিপ্ত হয়ে সাধারণ ক্রেতাদের পকেট কাটছেন। এতে অনেকেই সহজে অতিরিক্ত মুনাফা লুটে নিচ্ছেন। বাজারে যথেচ্ছভাবে জিনিসপত্রের দাম হাঁকাচ্ছেন। বেকায়দায় পড়েছেন সাধারণ ক্রেতারা।
এমন অভিযোগের সত্যতা মিলেছে কাঁচা মরিচ আমদানিকারকদের বক্তব্যেও। এ বিষয়ে বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন আমার দেশকে বলেন, ভারত থেকে প্রতি কেজি মরিচ আমদানির পর সব খরচ মিলিয়ে বেনাপোল বন্দরে দাম দাঁড়ায় সর্বোচ্চ ৮০ টাকার মতো। আমরা ২-১ টাকা লাভেই তা বিক্রি করছি। কিন্তু মধ্যসত্ত্বভোগীরা কারসাজি করে অতিরিক্ত মুনাফা লুটছে। তিনি বলেন, এজন্য সরকারকে বাজারে মনিটরিং জোরদার করে কারসাজি বন্ধ করতে হবে।
সারাদেশে কাঁচামরিচের ক্ষেত নষ্ট হয়ে উৎপাদন কমেছে। বর্তমানে দেশীয় কাঁচা মরিচ বাজারে নেই বললেই চলে। উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে ভারত থেকে মরিচ আমদানি করা হচ্ছে। আর এই আমদানি করা কাঁচামরিচ নিয়ে দেশের বাজারে চলছে ব্যাপক কারসাজি। দুই দিনের টানা বর্ষণে দাম বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে ৩০০ থেকে ৪৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কারওয়ান বাজারের মসজিদের সামনের কাঁচাবাজারে দোকানি রোমান মিয়া আমার দেশকে বলেন, একদিকে টানা ভারী বৃষ্টি অন্যদিকে পূজার ছুটির কারণে আমদানি বন্ধ থাকায় হঠাৎ সরবরাহ কমে গেছে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বেড়ে গেছে।
রোমান আরও জানান, বৃহস্পতিবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত সর্বোচ্চ ৪৪০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করেছি। সর্বশেষ রাত ৯টার দিকে আধা কেজি মরিচ ১৫০ টাকায় বিক্রি করেছি।
মোবারক হোসেন নামের ক্রেতা বলেন, বাজারে কাঁচা মরিচ নেই বললেই চলে। অনেক ঘুরাঘুরির পর ৩২০ টাকা কেজিতে ২৫০ গ্রাম মরিচ কিনেছি।
কৃত্রিম সংকট তৈরি করে আমদানি কাঁচা মরিচে ভোক্তাদের পকেট কেটে অতিরিক্ত মুনাফা লুটে নিচ্ছে একটি কারসাজি চক্র। গত ৭ দিন আগেও যে কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০ টাকায় কেজিপ্রতি বিক্রি হয়েছে, গত তিনদিন থেকে তা হঠাৎ বেড়ে ২৮০ থেকে ৩০০ টাকায় পৌঁছায়। বৃহস্পতিবার দিনভর রাজধানীর বিভিন্ন বাজারে এ নিয়ে চলেছে ব্যাপক কারসাজি।
কোনো বাজারে ভোক্তাদের জিম্মি করে ৩০০ থেকে ৪৪০ টাকা পর্যন্ত বিক্রি করেছে। স্বল্প সময়ের ব্যবধানে কাঁচা মরিচের দামে এত বেশি উঠানামায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তারা বলছেন, বাজারে কোনো নিয়ন্ত্রণ না থাকায় ব্যবসায়ীরা কারসাজিতে লিপ্ত হয়ে সাধারণ ক্রেতাদের পকেট কাটছেন। এতে অনেকেই সহজে অতিরিক্ত মুনাফা লুটে নিচ্ছেন। বাজারে যথেচ্ছভাবে জিনিসপত্রের দাম হাঁকাচ্ছেন। বেকায়দায় পড়েছেন সাধারণ ক্রেতারা।
এমন অভিযোগের সত্যতা মিলেছে কাঁচা মরিচ আমদানিকারকদের বক্তব্যেও। এ বিষয়ে বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন আমার দেশকে বলেন, ভারত থেকে প্রতি কেজি মরিচ আমদানির পর সব খরচ মিলিয়ে বেনাপোল বন্দরে দাম দাঁড়ায় সর্বোচ্চ ৮০ টাকার মতো। আমরা ২-১ টাকা লাভেই তা বিক্রি করছি। কিন্তু মধ্যসত্ত্বভোগীরা কারসাজি করে অতিরিক্ত মুনাফা লুটছে। তিনি বলেন, এজন্য সরকারকে বাজারে মনিটরিং জোরদার করে কারসাজি বন্ধ করতে হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলামকেও অনুরূপ শাস্তি দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
১ দিন আগেব্যাংক সূত্রে জানা গেছে, অডিট টিমের তদন্ত শেষে অনিয়মের পূর্ণাঙ্গ চিত্র ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে ব্যাংকের পক্ষ থেকে দুর্নীতি দমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে যাতে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনী শাস্তিমুলক ব্যবস্হার মুখোমুখি করা যায়।
১ দিন আগেবাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) সরকারি ক্রয় বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চ-পদস্থ নীতি নির্ধারণী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেছে।
২ দিন আগে