সুনামগঞ্জে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহেও ছিল অর্ধেক দামে। হঠাৎ করে এভাবে দ্বিগুণ দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
সারাদেশে কাঁচামরিচের ক্ষেত নষ্ট হয়ে উৎপাদন কমেছে। বর্তমানে দেশীয় কাঁচামরিচ বাজারে নেই বললেই চলে। উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে ভারত থেকে মরিচ আমদানি করা হচ্ছে। আর এই আমদানি করা কাঁচামরিচ নিয়ে দেশের বাজারে চলছে ব্যাপক কারসাজি। দুই দিনের টানা বর্ষণে দাম বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে।
বাজারে সরবরাহ কমে কাঁচা মরিচের দাম বেড়েছে। অন্যদিকে বাজারে পেঁয়াজের কমতে শুরু করেছে। তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ৭টাকা পর্যন্ত কমেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে কাঁচা মরিচের সরবরাহ কমে দাম বেড়েছে।