বাংলাদেশ ব্যাংক শিল্পখাতে মূলধনী পণ্য আমদানির নিয়ম আরও সহজ করেছে। এখন থেকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে অনুমতি ছাড়াই শিল্প-উদ্যোক্তারা সর্বোচ্চ তিন বছরের বায়ারস বা সাপ্লায়ার্স ক্রেডিট সুবিধায় মূলধনী পণ্য আমদানি করতে পারবেন। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বুধবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিডার বৈদেশিক ঋণ ও সাপ্লায়ার্স ক্রেডিট সংক্রান্ত বাছাই কমিটির ১৮৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই প্রক্রিয়া সহজ করা হয়েছে। আগে শুধুমাত্র নির্দিষ্ট কিছু মূলধনী যন্ত্রপাতি তিন বছর মেয়াদি আমদানি-ঋণ সুবিধার আওতায় আনা যেত।
শিল্প সংশ্লিষ্টদের মতে, নতুন সিদ্ধান্তের ফলে এখন জাহাজ, ভারী ইকুইপমেন্টসহ বিভিন্ন ধরনের মূলধনী পণ্য তিন বছরের ক্রেডিট সুবিধায় আমদানি করতে পারবে শিল্পপ্রতিষ্ঠানগুলো। এতে দীর্ঘদিনের প্রক্রিয়াগত জটিলতা কমে যাবে। উদ্যোক্তারা সহজে বিনিয়োগ পরিকল্পনা করতে পারবেন এবং উৎপাদনশীল খাতে সক্ষমতা বাড়বে। তাদের মতে, ক্রেডিট সুবিধার এ সম্প্রসারণ শিল্পখাতে নতুন বিনিয়োগ আকর্ষণ করবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

