নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ট্যারিফ কমিশনের নতুন সুপারিশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩৭

দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এজন্য তিন ধরনের পণ্য আমদানির বিষয়ে বাণিজ্যসচিবকে চিঠি দিয়েছে কমিশন।

ওই চিঠিতে সংস্থাটি জানায়, এক ডজন ডিমের দাম ১৫০ টাকা ছাড়ালে আমদানির অনুমতির পাশাপাশি শুল্ক–কর ছাড় দেওয়া উচিত। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, বুধবার রাজধানীতে এক ডজন ডিম বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৪০ টাকার মধ্যে। তবে পাড়া-মহল্লার দোকানে এখনো প্রতি ডজন ডিম ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। অবশ্য তিন সপ্তাহ আগে ১৫০ টাকা অতিক্রম করেছিল পণ্যটি।

বিজ্ঞাপন

ওই চিঠিতে সংস্থাটি শুধু ডিম নয়, একইভাবে পেঁয়াজের ক্ষেত্রেও একই ধরনের সুপারিশ করেছে ট্যারিফ কমিশন। তারা বলছে, কেজিপ্রতি দাম ৯০ টাকা ছাড়ালেই আমদানির সুযোগসহ শুল্ক–কর ছাড় দেওয়া যেতে পারে। বর্তমানে বাজারে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে দেশে ৪৪ লাখ ৪৮ হাজার ৭০০ টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। তবে আমদানি উন্মুক্ত থাকায় বাজারে সরবরাহ ও দাম স্থিতিশীল রয়েছে।

এদিকে কাঁচামরিচের দামও বেড়েছে। বর্তমানে বাজারে কেজিপ্রতি ২০০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ পরিস্থিতিতে বাজার স্বাভাবিক রাখতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কাঁচামরিচ আমদানিতে বিদ্যমান ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেছে ট্যারিফ কমিশন। পাশাপাশি আমদানির ক্ষেত্রে শুল্কায়নযোগ্য মূল্যের পরিবর্তে প্রকৃত বিনিময়মূল্যকে ভিত্তি ধরার সুপারিশও করেছে সংস্থাটি।

অন্যদিকে সবজির বাজার নিয়ে কমিশন জানিয়েছে, উৎপাদন থেকে খুচরা পর্যন্ত পুরো সরবরাহ শৃঙ্খল ঘনিষ্ঠভাবে তদারকি করতে হবে। এ জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত