সপ্তাহের ব্যবধানে সব ধরনের দেশিয় চালের দাম বস্তাপ্রতি ৫০টাকা কমেছে। পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ১০টাকা কমেছে। ডিম ও সবজির দামও নিম্নমুখী। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজার, নয়াবাজার ও শান্তিনগর ঘুরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এম তথ্য পাওয়া গেছে।
দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এজন্য তিন ধরনের পণ্য আমদানির বিষয়ে বাণিজ্যসচিবকে চিঠি দিয়েছে কমিশন।
আমদানি হলেও ভারতীয় চাল ও পেঁয়াজে ক্রেতাদের আগ্রহ নেই বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। আড়তের পাইকারি ব্যবসায়ীরাও অভিন্ন তথ্য দিচ্ছেন। তারা বলছেন, দীর্ঘদিন আমদানি বন্ধ থাকায় দেশি পণ্যে অভ্যস্ত হয়ে যাওয়ায় প্রতিবেশী দেশটি থেকে আনা চাল ও পেঁয়াজের দাম কিছুটা কম হওয়ার পরও তা কিনতে তেমন আগ্রহ নেই।