বিনিয়োগ আনতে তুরস্কে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৮: ১৫

বাংলাদেশে তুর্কি বিনিয়োগ সহযোগিতা ও দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ছয় দিনের কৌশলগত সফরে তুরস্কে পৌঁছেছে। বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আশিক চৌধুরী একইসঙ্গে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) নির্বাহী চেয়ারম্যান এবং সরকার-বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষের (পিপিপিএ) এর প্রধান নির্বাহী কর্মকর্তা।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরের মূল উদ্দেশ্য হলো তুরস্কের শীর্ষস্থানীয় শিল্প ও ব্যবসায়িক গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা গভীর করা এবং বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোতে তুর্কি বিনিয়োগ আকর্ষণ করা। এটি বাংলাদেশের বৈশ্বিক বিনিয়োগ প্রচারণা এবং আন্তর্জাতিক মূল্য শৃঙ্খলে যুক্ত হওয়ার কৌশলগত অগ্রযাত্রার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।

৭ ও ৮ অক্টোবর প্রতিনিধিদলটি তুরস্কের বেশ কয়েকটি বৃহৎ শিল্পগোষ্ঠীর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে। এই সরকার–বাণিজ্য (জিটুবি) আলোচনায় অংশ নেবে বাংলাদেশে ইতিমধ্যে বিনিয়োগ করা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি এবং নতুন সম্ভাবনাময় বিনিয়োগকারীরা। বৈঠকগুলোতে বস্ত্র ও রিটেইল, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি, প্রসেসড ফুডস, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ, লজিস্টিকস ও নির্মাণ, ভোক্তাপণ্য (এফএমসিজি), ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্যসেবা, এবং ইলেকট্রনিকস ও কনজিউমার অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন সম্ভাবনাময় খাত নিয়ে আলোচনা হবে। বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ, প্রশাসনিক জটিলতা হ্রাস এবং ব্যবসা করার সুবিধা বৃদ্ধিতে বাংলাদেশের সংস্কার কার্যক্রমও এই আলোচনার মূল বিষয়বস্তু হবে ।

একই সময়ে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সহায়তায় বাংলাদেশের প্রতিনিধিদলটি তুরস্কের জাতীয় বিনিয়োগ প্রচারণা সংস্থা ইনভেস্ট ইন তুর্কিয়ের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র নিয়ে মতবিনিময় করবেন । এতে বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ, বিনিয়োগকারীদের পরবর্তী সেবা, এবং প্রশাসনিক সংস্কার বিষয়ে তুরস্কের অভিজ্ঞতা বিনিময় করা হবে। বাংলাদেশ এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজস্ব বিনিয়োগ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, বিনিয়োগবান্ধব ও ডিজিটাল করতে উদ্যোগ নেবে।

সফরের শেষ দিনে, ৯ অক্টোবর, ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে বাংলাদেশ–তুরস্ক বিনিয়োগ সেমিনার, যা যৌথভাবে আয়োজন করছে বিডা ও তুরস্কের বাংলাদেশ দূতাবাস। এ সেমিনারে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হবে এবং অংশগ্রহণ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান যেমন কক হোল্ডিং, কোকাকোলা, ও আয়াজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে খাতভিত্তিক উপস্থাপনা, প্রশ্নোত্তর এবং নেটওয়ার্কিং সেশন থাকবে, যেখানে তুর্কি বিনিয়োগকারীরা বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন ।

এ সফর প্রসঙ্গে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিশ্ব আজ বাংলাদেশের রূপান্তর লক্ষ্য করছে। আমাদের লক্ষ্য শুধু বিনিয়োগ আকর্ষণ নয়, বরং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলা। তুরস্কের শক্তিশালী শিল্পভিত্তি ও বৈশ্বিক পরিসর বাংলাদেশের সঙ্গে প্রযুক্তি স্থানান্তর, যৌথ উদ্যোগ ও সহ–বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচন করতে পারে।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত