ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ জুন ২০২৫, ২০: ১১

আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ধর্ম মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে দুই হাজার ১৮৩ কোটি টাকা। গত অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল এক হাজার ৯৪২ কোটি ৪৭ লাখ টাকা। অর্থাৎ, প্রস্তাবিত বাজেটে প্রায় ২৪১ কোটি টাকা বরাদ্দ বেড়েছে।

সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ উপস্থাপিত প্রস্তাবিত বাজেট সূত্রমতে, ২০২৫-২৬ অর্থবছরে উল্লেখযোগ্য যেসব কার্যাবলি/প্রকল্প/কর্মসূচি বাস্তবায়ন করা হবে, তা হলো- প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-ষষ্ঠ পর্যায় প্রকল্প, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রী শ্রী অদ্বৈতাচার্য মন্দির কমপ্লেক্স উন্নয়ন, ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়); এবং নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (অষ্টম পর্যায়) শীর্ষক প্রকল্প।

বিজ্ঞাপন

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত