হালাল পণ্য রপ্তানিতে পাকিস্তানের সঙ্গে বিএসটিআইয়ের চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ২০: ৩৮

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে বাংলাদেশের জাতীয় মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে পাকিস্তানের হালাল-বিষয়ক সংস্থা পাকিস্তান হালাল অথরিটি (পিএইচএ)। জাতীয় মান প্রণয়নে দুদেশের মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য দিয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ-পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের ৯ম বৈঠকে এ সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়। বাংলাদেশের পক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পেট্রোলিয়ামমন্ত্রী আলি পারভেজ মালিক।

বিজ্ঞাপন

বাংলাদেশের পক্ষে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূর, এনডিসি ও পাকিস্তানের পক্ষে বাংলাদেশে নিয়োজিত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বিএসটিআই অনুমোদিত হালাল পণ্য পাকিস্তানে রপ্তানি করা যাবে। বিএসটিআইয়ের হালাল সনদ থাকলে তা পাকিস্তানে বিনা পরীক্ষণে প্রবেশ করবে। অন্যদিকে পাকিস্তানের হালাল অথরিটির সনদ থাকলে তা বাংলাদেশেও বিনা পরীক্ষণে প্রবেশ করবে। এটি উভয় দেশের মধ্য বাণিজ্য সম্পর্ক জোরদার করার একটি প্রচেষ্টা। এর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে হালাল পণ্যের রপ্তানি বাণিজ্যের পথ সুগম করবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে আরো জোরদার করবে।

অনুষ্ঠানে সালেহউদ্দিন আহমেদ বলেন, দুদেশের সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে। এছাড়া সার্ককে আরো পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে। এ বৈঠকে দুদেশের জনগণের সম্পর্কেরও উন্নয়ন হবে বলে তিনি আশা করেন।

আলি পারভেজ মালিক বলেন, বিএসটিআইয়ের সঙ্গে হালাল পণ্য-বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। যেখানে বলা হয়-বিএসটিআই অনুমোদিত যেকোনো হালাল পণ্য পাকিস্তানে রপ্তানি করা যাবে এবং পাকিস্তান তা গ্রহণ করবে। অন্যদিকে পাকিস্তানের পিএইচএ যে হালাল সনদ প্রদান করবে, তা বাংলাদেশও গ্রহণ করবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত