অর্থনৈতিক রিপোর্টার
গত অর্থ বছরে আয়ের চেয়ে ১৬ দশমিক ৫ শতাংশ বাড়িয়ে ২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩ দশমিক ৫ বিলিয়ন বা ৬ হাজার ৩৫০ কোটি ডলার।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য সচিব মাহবুবু রহমান রপ্তানির এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
বাণিজ্য সচিব বলেন, গত ২০২৪-২৫ অর্থ বছর মোট প্রায় ৫৫ বিলিয়ন ডলারের রপ্তানি হয় হয়েছে। বিভিন্ন খাতের ব্যাবসায়ীদের সম্মতির ভিত্তিতে সাড়ে ১৬ শতাংশ প্রবৃদ্ধি ধরে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী তৈরি পোষাক খাতের (ওভেন) রপ্তানির লক্ষ্যমাত্রা ১৪.৩১ শতাংশ প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ২০ দশমিক ৭৯ বিলিয়ন নির্ধারণ করা হয়েছে।
তৈরি পোষাক খাতের (নীট) রপ্তানির লক্ষমাত্রা ১২.০১ শতাংশ প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ২৩ দশমিক ৭০ বিলিয়ন নির্ধারণ করা হয়েছে।
হোম-টেক্সটাইল খাতে রপ্তানি ১৭ শতাংশ ধরে মার্কিন ডলার ১,০২০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে।
দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত লেদার ও লেদার গুডসের রপ্তানি লক্ষ্যমাত্রা ২০২৪-২৫ অর্থ বছরে ০৯.১৬ শতাংশ প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ১,২৫০.০০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে। তবে বিশ্ববাজার পরিস্থিতি, রপ্তানি প্রবৃদ্ধি এবং এ খাতের সক্ষমতার বিষয়টি বিবেচনা করে ৩০ শতাংশ প্রবৃদ্ধি ধরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করার প্রস্তাব হয়।
হিমায়িত ও জীবন্ত মাছের রপ্তানির লক্ষ্যমাত্রা ২২.০৬ শতাংশ প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ৫৩৯ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে। এ খাতের নীতিগত সহায়তা, ভেনামি চিংড়ির হ্যাচারির লাইসেন্স প্রদান ও কোয়ারেন্টিন সুবিধা বৃদ্ধি করার বিষয়ে সরকারের যথাযথ সহায়তা এবং সহযোগিতা পেলে প্রস্তাবিত হারের চেয়েও বেশী রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব।
পাট ও পাট পণ্যের রপ্তানির লক্ষ্যমাত্রার ৯.৭৩ শতাংশ প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ৯০০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে। পণ্যের গুণগত মান যাচাই করার জন্য ল্যাব টেস্টিং উপর গুরুত্বারোপ এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হলে একটি টেকসই পণ্য রপ্তানিকারক দেশ হিসেবে আবির্ভূত হবে।
কৃষি পণ্যের লক্ষ্যমাত্রা ২২.৪৩ শতাংশ প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ১২১০.৪০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে।
গত অর্থ বছরে আয়ের চেয়ে ১৬ দশমিক ৫ শতাংশ বাড়িয়ে ২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩ দশমিক ৫ বিলিয়ন বা ৬ হাজার ৩৫০ কোটি ডলার।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য সচিব মাহবুবু রহমান রপ্তানির এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
বাণিজ্য সচিব বলেন, গত ২০২৪-২৫ অর্থ বছর মোট প্রায় ৫৫ বিলিয়ন ডলারের রপ্তানি হয় হয়েছে। বিভিন্ন খাতের ব্যাবসায়ীদের সম্মতির ভিত্তিতে সাড়ে ১৬ শতাংশ প্রবৃদ্ধি ধরে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী তৈরি পোষাক খাতের (ওভেন) রপ্তানির লক্ষ্যমাত্রা ১৪.৩১ শতাংশ প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ২০ দশমিক ৭৯ বিলিয়ন নির্ধারণ করা হয়েছে।
তৈরি পোষাক খাতের (নীট) রপ্তানির লক্ষমাত্রা ১২.০১ শতাংশ প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ২৩ দশমিক ৭০ বিলিয়ন নির্ধারণ করা হয়েছে।
হোম-টেক্সটাইল খাতে রপ্তানি ১৭ শতাংশ ধরে মার্কিন ডলার ১,০২০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে।
দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত লেদার ও লেদার গুডসের রপ্তানি লক্ষ্যমাত্রা ২০২৪-২৫ অর্থ বছরে ০৯.১৬ শতাংশ প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ১,২৫০.০০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে। তবে বিশ্ববাজার পরিস্থিতি, রপ্তানি প্রবৃদ্ধি এবং এ খাতের সক্ষমতার বিষয়টি বিবেচনা করে ৩০ শতাংশ প্রবৃদ্ধি ধরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করার প্রস্তাব হয়।
হিমায়িত ও জীবন্ত মাছের রপ্তানির লক্ষ্যমাত্রা ২২.০৬ শতাংশ প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ৫৩৯ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে। এ খাতের নীতিগত সহায়তা, ভেনামি চিংড়ির হ্যাচারির লাইসেন্স প্রদান ও কোয়ারেন্টিন সুবিধা বৃদ্ধি করার বিষয়ে সরকারের যথাযথ সহায়তা এবং সহযোগিতা পেলে প্রস্তাবিত হারের চেয়েও বেশী রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব।
পাট ও পাট পণ্যের রপ্তানির লক্ষ্যমাত্রার ৯.৭৩ শতাংশ প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ৯০০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে। পণ্যের গুণগত মান যাচাই করার জন্য ল্যাব টেস্টিং উপর গুরুত্বারোপ এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হলে একটি টেকসই পণ্য রপ্তানিকারক দেশ হিসেবে আবির্ভূত হবে।
কৃষি পণ্যের লক্ষ্যমাত্রা ২২.৪৩ শতাংশ প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ১২১০.৪০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলামকেও অনুরূপ শাস্তি দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
১ দিন আগেব্যাংক সূত্রে জানা গেছে, অডিট টিমের তদন্ত শেষে অনিয়মের পূর্ণাঙ্গ চিত্র ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে ব্যাংকের পক্ষ থেকে দুর্নীতি দমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে যাতে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনী শাস্তিমুলক ব্যবস্হার মুখোমুখি করা যায়।
১ দিন আগেবাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) সরকারি ক্রয় বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চ-পদস্থ নীতি নির্ধারণী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেছে।
২ দিন আগে