এখন থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বাণিজ্যিক ব্যাংকের এমডি হতে পারবেন। তবে এ জন্য প্রথম শ্রেণি বা সমমান এবং তদূর্ধ্ব পদে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একই সাথে জাতীয় বেতন স্কেলের ২য় গ্রেডের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে। বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের এমডি হতে যেখানে ২০ বছরের অভিজ্ঞতা হলেই চলবে। বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, এমডি নিয়োগের বিষয়ে গতবছরের সার্কুলারের ২(গ)(১০) অনুচ্ছেদ নিন্মরুপভাবে প্রতিস্থাপন করা হলো। এতে বলা হয়েছে- ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংকিং পেশায় সক্রিয় কর্মকর্তা হিসেবে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্য উপব্যবস্থাপনা পরিচালক বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে একক বা উভয়ভাবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থায় প্রথম শ্রেণি বা সমমান এবং তদূর্ধ্ব পদে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতাসহ জাতীয় বেতন স্কেলের ২য় গ্রেডের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে।
বিগত সরকারের সময়ে কারও ১৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা থাকলেই এমডি হতে পারতেন। তবে ৫ আগস্টের পর এমডি হতে অন্তত ২০ বছরের শর্ত দেওয়া হয়। এখন আরো নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তার ২৫ বছরের অভিজ্ঞতা নিয়ে এমডি হওয়ার সুযোগ দেওয়া হলো। এছাড়া আগে ২ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলকের জায়গায় এখন তিন বছর করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, এখন থেকে ব্যাংকগুলোর নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা এমডি হতে পারবেন। তবে নবম গ্রেড থেকে ২৫ বছরের অভিজ্ঞতা লাগবে।

