১১ ব্যাংক থেকে আরো ৮ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ২০: ৩২
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ২০: ৩৪

দেশের ১১ টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরো ৮ কোটি ৩০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার নিলামে ব্যাংকগুলো থেকে ১২১.৪৭ টাকা থেকে ১২১ টাকা ৫০ পয়সার মধ্যে ডলার কেনা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

টাকার বিপরীতে ডলারের দরপতন রোধ এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতকে চাঙা করতে কৌশলগত পদক্ষেপ হিসেবে ডলার কেনা হয় বলে জানান খাত সংশ্লিষ্টরা

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১৩ জুলাই নিলামে প্রথম ডলার কেনা শুরু করে। ওইদিন ১২১.৫০ টাকা রেটে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক।

এরপর ১৫ জুলাই ৩১ কোটি ৩ লাখ ডলার, ২৩ জুলাই ১২১.৯৫ টাকা কাট-অফ রেটে ১ কোটি ডলার এবং গত ৭ আগস্ট ৪ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়। সবমিলিয়ে এখন পর্যন্ত ৬২ কোটি ২০ লাখ ডলার কেনা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত