সেমিনারে ড. ফরাসউদ্দীন
অর্থনৈতিক রিপোর্টার
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন বলেছেন, গত কয়েক বছরে আর্থিক খাতে আমরা অনেক অলিগার্ক তৈরি করেছি। শত শত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছে। ১০-১২টি ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিহ্নিত করা হয়েছে। তাদের সম্পদ জব্দ করে রাষ্ট্রীয় খাতে নিয়ে আসতে হবে।
তিনি বলেন, তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে হবে। তবে গণহারে সবার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা কোনো সমাধান নয়। এই ১০-১২ জনের অ্যাকাউন্ট জব্দের বাইরে কারো এভাবে জব্দ করা উচিত নয়।কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত না হলে আবারো ইস্ট ইন্ডিয়া তৈরি হবে, আবারো লুটপাট হবে।
মঙ্গলবার রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত মান্থলি ম্যাক্রোইকনমিক ইনসাইটস শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
সংস্থাটির নির্বাহী পরিচালক ড. খুরশিদ আলমের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি কামরান টি. রহমান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন ড. আশিকুর রহমান।
ড. মোহাম্মদ ফরাসউদ্দীন বলেন, আমি প্রথমবারের মতো দেখলাম সরকার তার প্রয়োজন অনুযায়ী খাবার ক্রয় করতে পেরেছে। মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্যের কথা উল্লেখ করে সাবেক এ গভর্নর বলেন, বংলাদেশের মূল সমস্যা মধ্যস্বত্ব ভোগীরা। এদেরকে নিয়ন্ত্রণে কো-অপারেটিভ থাকতে হবে।
ব্যাংক একীভূতকরণের বিরোধিতা করে ফরাসউদ্দীন বলেন, দুই বছর আগে শক্তভাবে বিরোধিতা করে বলেছিলাম এটি কোনোভাবে ভালো আইডিয়া না।
গভর্নরের উদ্দেশে তিনি বলেন, যারা ব্যাংক চালান বা আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করেন তাদেরকে অনেক কম কথা বলতে হয়।
এ সময় রিজওয়ান রহমান বলেন, কেন বাংলাদেশে অলিগার্ক তৈরি হলো তা ভেবে দেখতে হবে। এটি বন্ধ করতে হলে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা প্রয়োজন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন বলেছেন, গত কয়েক বছরে আর্থিক খাতে আমরা অনেক অলিগার্ক তৈরি করেছি। শত শত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছে। ১০-১২টি ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিহ্নিত করা হয়েছে। তাদের সম্পদ জব্দ করে রাষ্ট্রীয় খাতে নিয়ে আসতে হবে।
তিনি বলেন, তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে হবে। তবে গণহারে সবার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা কোনো সমাধান নয়। এই ১০-১২ জনের অ্যাকাউন্ট জব্দের বাইরে কারো এভাবে জব্দ করা উচিত নয়।কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত না হলে আবারো ইস্ট ইন্ডিয়া তৈরি হবে, আবারো লুটপাট হবে।
মঙ্গলবার রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত মান্থলি ম্যাক্রোইকনমিক ইনসাইটস শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
সংস্থাটির নির্বাহী পরিচালক ড. খুরশিদ আলমের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি কামরান টি. রহমান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন ড. আশিকুর রহমান।
ড. মোহাম্মদ ফরাসউদ্দীন বলেন, আমি প্রথমবারের মতো দেখলাম সরকার তার প্রয়োজন অনুযায়ী খাবার ক্রয় করতে পেরেছে। মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্যের কথা উল্লেখ করে সাবেক এ গভর্নর বলেন, বংলাদেশের মূল সমস্যা মধ্যস্বত্ব ভোগীরা। এদেরকে নিয়ন্ত্রণে কো-অপারেটিভ থাকতে হবে।
ব্যাংক একীভূতকরণের বিরোধিতা করে ফরাসউদ্দীন বলেন, দুই বছর আগে শক্তভাবে বিরোধিতা করে বলেছিলাম এটি কোনোভাবে ভালো আইডিয়া না।
গভর্নরের উদ্দেশে তিনি বলেন, যারা ব্যাংক চালান বা আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করেন তাদেরকে অনেক কম কথা বলতে হয়।
এ সময় রিজওয়ান রহমান বলেন, কেন বাংলাদেশে অলিগার্ক তৈরি হলো তা ভেবে দেখতে হবে। এটি বন্ধ করতে হলে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা প্রয়োজন।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার (২১ অক্টোবর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ১১ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমান রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
২ ঘণ্টা আগেফের বড় ধরনের তারল্য সংকটে পড়েছে দেশের শেয়ারবাজার। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ৩৫৫ কোটি টাকা, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৩ জুন ডিএসইতে সর্বনিম্ন ২৭৬ কোটি টাকা লেনদেন হয়েছিল।
২ ঘণ্টা আগেদাবা বিশ্বকাপে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্বকারী মনন রেজা নীড়ের বিশ্বজয়ের যাত্রার অংশীদার হতে পেরে গর্বিত বার্জার পেইন্টস বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক সম্প্রতি ছয়টি ব্যাংক থেকে প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে ৩৮ মিলিয়ন ডলার কিনেছে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্যাংকগুলো থেকে মোট ২ দশমিক ১২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
৪ ঘণ্টা আগে