আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থসচিব

স্টাফ রিপোর্টার

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থসচিব

সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে যে সীমা রয়েছে, সরকার তা তুলে দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার। সোমবার রাজধানীর একটি ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড রিকমেনডেশন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

খায়রুজ্জামান মজুমদার বলেন, সঞ্চয়পত্র কেনাবেচা নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারে সরকার। এ ক্ষেত্রে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে সীমা তুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে।

বিজ্ঞাপন

গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, ‘বন্ড মার্কেট উন্নয়নে বড় পরিবর্তন দরকার। বন্ডের লেনদেন সহজ করা গেলে দেশে বন্ডের বাজার ৬ ট্রিলিয়ন বেড়ে যাবে । বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ব্যাংকের ওপর নির্ভরশীল থাকতে পারবে না। প্রয়োজন মেটাতে বিদেশি বিনিয়োগ আনতে হবে অথবা বন্ড বাজারে অন্তর্ভুক্ত হতে হবে। তাই বেসরকারি খাতকে উৎসাহিত করার পাশাপাশি সরকারকেও এগিয়ে আসতে হবে।’

তিনি আরো বলেন, মূল্যস্ফীতি কমানো এবং সুদের হারের ওপর নির্ভর করছে বন্ড বাজারের ভবিষ্যৎ। একক সুদের হারে নিয়ে এলে এটি টেকসই হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...