আগামী ছয় মাসের জন্য সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়েছে সরকার। আজ ১ জুলাই থেকে নতুন হার কার্যকর হয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
সুদের হার বৃদ্ধিসহ সুবিধা বাড়ানোয় সঞ্চয়পত্র ভাঙানোর প্রবণতা কিছুটা কমে এসেছে। তবে উচ্চ মূল্যস্ফীতির কারণে সঞ্চয়পত্র বিক্রিতে (বিনিয়োগ) এখনো ধীরগতি চলছে। সর্বশেষ এপ্রিল মাসে তার আগের মাসের চেয়ে সঞ্চয়পত্র বিক্রি কমেছে প্রায় ৭ শতাংশ।
ছয়-সাত বছর আগেও সঞ্চয়পত্র অফিস ও পোস্ট অফিস থেকে খুব সহজ শর্তে সঞ্চয়পত্র কেনাবেচা হয়েছে । প্রায় তিন যুগ ধরে চলমান ছিল এ ব্যবস্থা। সঞ্চয়পত্রের টোকেনের মাধ্যমে সুদ গ্রহণে ও সঞ্চয়পত্র ভাঙানোর ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি ।