সিসিএ হিসাবের সুদ আয়ের ৭৫ শতাংশ পাবে ব্রোকাররা

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ২৭ মে ২০২৫, ২১: ৫১

সমন্বিত গ্রাহক হিসাবের (সিসিএ) হতে অর্জিত সুদ আয়ের ৭৫ শতাংশই ব্রোকাররা ব্যয় করতে পারবে। বাকি ২৫ শতাংশ দিতে হবে স্টক এক্সচেঞ্জের ইনভেস্টর প্রোটেকশন ফান্ডে। আজ বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের নামে রাখা অর্থ জমা হয় একটি একক হিসাবে। এটি সমন্বিত গ্রাহক হিসাব বা সিসিএ নামে পরিচিত। এই হিসাবে জমা টাকায় ব্যাংক থেকে যে সুদ বা মুনাফা আসে, সেটি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল।

বিনিয়োগকারীরা এ অর্থ তাদের বলে দাবি করে আসছিল। অপরপক্ষে ব্রোকাররা সমন্বিত হিসাবে জমা থাকা অর্থের বিপরীতে কর দেয়ার কারণে এটির মালিকানা তাদের বলে দাবি করে। অবশেষে বিএসইসি সিসিএ হিসাব থেকে অর্জিত সুদের আয়ের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত