আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পূবালী ব্যাংকে হাসিনার লকার জব্দ

অর্থনৈতিক রিপোর্টার
পূবালী ব্যাংকে হাসিনার লকার জব্দ

পূবালী ব্যাংকে স্বৈরাচার শেখ হাসিনার নামে থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার আমার দেশকে এ তথ্যটি নিশ্চিত করেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব।

বিজ্ঞাপন

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূর্বালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে। লকার নম্বর-১২৮। এই লকারের দুইটি চাবির মধ্যে একটি হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে।

জানা গেছে, হাসিনা ক্ষমতায় থাকাকালীন দুইবার লকার খুলতে গিয়েছিলেন। এছাড়া পূবালী ব্যাংকে নিজ নামে ১২ লাখ টাকার একটি এফডিআর এবং তার বোন রেহেনার সঙ্গে যৌথ নামে সঞ্চয়ী হিসাবে ৪৪ লাখ টাকার সন্ধান পাওয়া গেছে বলে সিআইসি সূত্রে জানিয়েছে। বর্তমানে শেখ হাসিনা ও তার পরিবারের সব ব্যাংক হিসাব জব্দ রয়েছে।

গতকাল সিআইসির পক্ষ থেকে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে জানতে দেশের ৬৫টি ব্যাংক কর্তৃপক্ষকে সম্প্রতি চিঠি দেওয়া হয়। চিঠির মাধ্যমে হাসিনা ও তার পরিবারের নামে ব্যাংকে অনুমোদিত লকার এবং সম্পদের তথ্য জানতে চাওয়া হলে চিঠির আলোকে ব্যাংকগুলো তাদের তথ্য এনবিআরকে জানিয়েছে। চিঠির আলোকে সিআইসি তপশিলি একটি ব্যাংকে আজ (বুধবার) এ অভিযান পরিচালনা করবে।

অনুমান করা হচ্ছে, ব্যাংকের লকারে রাখা গোপন তথ্য সম্বলিত ফাইল, মূল্যবান দলিল এবং অলঙ্কার, ধাতব সম্পদ থাকতে পারে। এ ছাড়া বিভিন্ন মালামাল লুকিয়ে রাখা হয়েছে।

লকার খোলার জন্য অবশ্যই দুটি চাবির প্রয়োজন হয়। যার একটি গ্রাহক এবং অপরটি ব্যাংকের নির্ধারিত কর্মকর্তার কাছে থাকে। একক চাবি দিয়ে কখনোই এই লকার খোলা যায় না। আবার লকার আটকাতেও দুটি চাবির প্রয়োজন হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন