
অর্থনৈতিক রিপোর্টার

দেশের মানুষ ২০২৪ সালে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ৭৬ হাজার ৩৪০ কোটি টাকা লেনদেন করেছে। যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৫৯ শতাংশ। ২০২৩ সালে ডিজিটাল মাধ্যমে লেনদেন হয়েছিল ৭৫ হাজার ১৪০ কোটি টাকা। তবে গত বছর ক্যাশ লেনদেন ৫ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে। এ সময় ডিজিটালের তুলনায় ক্যাশ লেনদেন দ্রুত বেড়েছে। বাংলাদেশ পেমেন্ট সিস্টেমস ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৪ সালে ডিজিটাল মাধ্যমে ৪০ কোটি ৩৩ লাখ টাকা লেনদেন হয়। ২০২৩ সালে যা ছিল ৩৬ কোটি ৬৭ লাখ। গত বছর নন-ডিজিটাল লেনদেনে হয় ৪৫ কোটি ৪৯ লাখ। তার আগের বছরের এই লেনদেন ছিল ৩৪ কোটি ৬৩ লাখ। এসব লেনদেন চেক, ভাউচার ও ওভার দ্য কাউন্টারের মাধ্যমে হয়।
বছরজুড়ে মোট লেনদেনের ৪৭ থেকে ৫৬ শতাংশ ছিল ডিজিটাল। কিন্তু মূল্যের দিক থেকে নন-ডিজিটাল লেনদেন প্রাধান্য বিস্তার করেছে ৬০ থেকে ৮০ শতাংশ। এটি নির্দেশ করে যে মানুষ ছোট ও মাঝারি মূল্যের অর্থ প্রদানে ডিজিটাল চ্যানেল ব্যবহার করলেও বড় অঙ্কের লেনদেনে এখনো নগদ, চেক ও ওভার দ্য কাউন্টার পদ্ধতির ওপর নির্ভরশীল।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেমের মাধ্যমে ১১ লাখ ৭৫ হাজার ৪০০ কোটি টাকার লেনদেন হয়েছে। বিডি আরটিজিএস ব্যবহৃত প্ল্যাটফর্মে লেনদেন হয়েছে ২৬ হাজার ৭২১ কোটি টাকা।

দেশের মানুষ ২০২৪ সালে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ৭৬ হাজার ৩৪০ কোটি টাকা লেনদেন করেছে। যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৫৯ শতাংশ। ২০২৩ সালে ডিজিটাল মাধ্যমে লেনদেন হয়েছিল ৭৫ হাজার ১৪০ কোটি টাকা। তবে গত বছর ক্যাশ লেনদেন ৫ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে। এ সময় ডিজিটালের তুলনায় ক্যাশ লেনদেন দ্রুত বেড়েছে। বাংলাদেশ পেমেন্ট সিস্টেমস ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৪ সালে ডিজিটাল মাধ্যমে ৪০ কোটি ৩৩ লাখ টাকা লেনদেন হয়। ২০২৩ সালে যা ছিল ৩৬ কোটি ৬৭ লাখ। গত বছর নন-ডিজিটাল লেনদেনে হয় ৪৫ কোটি ৪৯ লাখ। তার আগের বছরের এই লেনদেন ছিল ৩৪ কোটি ৬৩ লাখ। এসব লেনদেন চেক, ভাউচার ও ওভার দ্য কাউন্টারের মাধ্যমে হয়।
বছরজুড়ে মোট লেনদেনের ৪৭ থেকে ৫৬ শতাংশ ছিল ডিজিটাল। কিন্তু মূল্যের দিক থেকে নন-ডিজিটাল লেনদেন প্রাধান্য বিস্তার করেছে ৬০ থেকে ৮০ শতাংশ। এটি নির্দেশ করে যে মানুষ ছোট ও মাঝারি মূল্যের অর্থ প্রদানে ডিজিটাল চ্যানেল ব্যবহার করলেও বড় অঙ্কের লেনদেনে এখনো নগদ, চেক ও ওভার দ্য কাউন্টার পদ্ধতির ওপর নির্ভরশীল।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেমের মাধ্যমে ১১ লাখ ৭৫ হাজার ৪০০ কোটি টাকার লেনদেন হয়েছে। বিডি আরটিজিএস ব্যবহৃত প্ল্যাটফর্মে লেনদেন হয়েছে ২৬ হাজার ৭২১ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, গত ৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৭১ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৮ বিলিয়ন ডলার। রেমিট্যান্স প্রবাহ ভালো থাকায় রিজার্ভ শক্ত অবস্থানে রয়েছে।
৩ ঘণ্টা আগে
১৭টি কর্পোরেট প্রতিষ্ঠান ব্যবহার করে গত ৪ বছরে বৈদেশিক বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন দেশে পাচারের ঘটনা ঘটেছে। এই অর্থ পাচারের সঙ্গে যুক্ত ছিলেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এএসএফ রহমান, ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, আহমেদ শায়ান ফজলুর রহমান ও আহমেদ শাহরিয়ার রহমানসহ মোট ২৮ জন।
৪ ঘণ্টা আগে
সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ইসলামি ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাংকের নাম হলো সম্মিলিতি ইসলামী ব্যাংক। কার্যক্রম শুরু করতে সম্মিলিত ইসলামী ব্যাংকে লাইসেন্সের জন্য প্রাথমিক সম্মতিপত্র (এলওআই বা লেটার অব ইনটেন্ট) দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ঘোষিত
৪ ঘণ্টা আগে
চলতি নভেম্বরের প্রথম ৮ দিনে দেশে ৭৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৪৩ লাখ ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ হাজার ১৯৮ কোটি ৮০ লাখ টাকা।
৬ ঘণ্টা আগে