অর্থ উপদেষ্টার আমন্ত্রণের অপেক্ষায় এনবিআরের আন্দোলনকারীরা

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১২: ১৮

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজ (রোববার) দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কর্মসূচির পাশাপাশি আলোচনায় বসতে প্রস্তুত তারা।

অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার জন্য ২০ সদস্যের একটি প্রতিনিধি দলের নামও চূড়ান্ত করেছে সংগঠনটি। অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে ডাকা হলেই আলোচনায় যোগ দেবে বলে জানিয়েছেন ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা আলোচনার জন্য সবসময় প্রস্তুত। অর্থ উপদেষ্টা আমাদের যখন ডাকবেন তখনই আমরা যাব। আজ কোনো বৈঠক হতে পারে কিনা, জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে যোগাযোগ চলছে। আজ দুপুর, বিকাল বা যেকোনো সময়ই বৈঠক হতে পারে। তবে তা অর্থ উপদেষ্টা কখন সময় দেবে তার ওপর নির্ভর করছে।

এদিকে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, আগামী ১ জুলাই ঐক্য পরিষদের সঙ্গে বৈঠকের একটি পূর্ব নির্ধারিত সূচি রয়েছে। আজ বৈঠকের বিষয়ে এখনো কোনো শিডিউল নেই। আজ উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পর আলোচনার বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, এনবিআরের প্রধান ফটক বন্ধ করে আজও আন্দোলন করছে ঐক্য পরিষদ। ফটকের বাইরে অবস্থান করছেন আন্দোলনকারীরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত