উৎপাদন বন্ধই থাকছে সাফকো স্পিনিং মিলসের

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ২১: ৪৩

উৎপাদন বন্ধই থাকছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলসের। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী আরো দুই মাসের জন্য উৎপাদন বন্ধ থাকবে বলে জানিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। এ হিসাবে আগামী জুন মাসের আগে কোম্পানিটি উৎপাদনে যাচ্ছে না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

অবশ্য গত বছরের ফেব্রুয়ারি থেকেই উৎপাদন বন্ধ রয়েছে সাফকোর। এরপর দফায় দফায় উৎপাদন বন্ধের মেয়াদ ২ মাস করে বাড়িয়ে গত বছরের ১ জুলাই থেকে কারখানা চালু ও ৭ জুলাই থেকে উৎপাদন শুরুর ঘোষণা দেয় কোম্পানিটি। কোম্পানিটির উৎপাদন শুরুর এ ঘোষণার পর গত ৩ ফেব্রুয়ারি ডিএসইর একটি প্রতিনিধি দল সাফকো স্পিনিং মিলস পরিদর্শনে যায়। কিন্তু পরিদর্শন দলটি কোম্পানির কারখানা ও উৎপাদন চালুর সত্যতা খুঁজে পায়নি। ডিএসইর পরিদর্শন ও সাফকোর উৎপাদন বন্ধের বিষয়টি ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এরপর কোম্পানির পক্ষ থেকে উৎপাদন বন্ধ থাকার বিষয়টি জানিয়ে আরো দুই মাসের জন্য উৎপাদন বন্ধ থাকবে বলে জানানো হয়। অবশেষে দুই মাস অতিবিাহিত হওয়ার পর আবারো কোম্পানির পক্ষ থেকে আরো দুই মাসের জন্য উৎপাদন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ফলে এ কোম্পানিটির উৎপাদন শুরু নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সাফকো ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ২০২৪ সালের নীরিক্ষা প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি লোকসানের পরিমাণ ১২ টাকা ৯৭ পয়সা। এবং পরিচালন লোকসানের পরিমাণ ৩৮ কোটি ৮৯ লাখ টাকা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত