রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১৮: ৫৭

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরো দুই আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার অর্থ যুক্ত হয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলারের বেশি হয়েছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ৪১ কোটি ৫০ লাখ ডলার ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) ৪০ কোটি ডলার ঋণের অর্থ যুক্ত হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি থেকে দুই কিস্তির অর্থ ১৩৪ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। ২৬ জুন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে এ অর্থ জমা হয়। ফলে দেশের মোট রিজার্ভ গত বৃহস্পতিবার দিন শেষে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

এ ছাড়া নতুন করে দুই সংস্থার ঋণ যুক্ত হওয়ার পর তা রোববার তা আরো বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার। বর্তমান রিজার্ভ দুই বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২৩ সালের জুনে রিজার্ভ ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার। এরপর কখনোই রিজার্ভ বর্তমান অবস্থায় আসেনি।

তবে গত বৃহস্পতিবার আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫ দশমিক ৫১ বিলিয়ন ডলার। এখন তা বেড়ে হয়েছে ২৬ দশমিক ৩২ বিলিয়ন ডলার। আর ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ এখন পর্যন্ত আইএমএফ থেকে ১৩৫ কোটি ডলার, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৯০ কোটি ডলার, জাইকা থেকে ৪১ কোটি ৫০ লাখ ডলার, এআইআইবি থেকে ৪০ কোটি ডলার এবং বিশ্বব্যাংক থেকে ৫০ কোটি ডলার ঋণ পেয়েছে। সব মিলিয়ে ৩৫৬ কোটি ডলার ঋণ পেয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত