ইসলামী ব্যাংকের এমডি হলেন ওমর ফারুক খান

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ২১: ৩৭

অর্থনৈতিক রিপোর্টার

বিজ্ঞাপন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি পেয়েছেন ওমর ফারুক খান। রোববার এক চিঠির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক তাকে ২০২৮ সালের ৩০ জুলাই পর্যন্ত এই দায়িত্বে নিয়োগের অনুমোদন দেয়।

গত বছরের সেপ্টেম্বরে ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন ওমর ফারুক খান। তারপর থেকে ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করেছিলেন তিনি। এর আগে এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন।

৩৭ বছরের দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে ওমর ফারুক আন্তর্জাতিক ব্যাংকিং উইং ও স্থানীয় কার্যালয়সহ—যা ইসলামী ব্যাংকের বৃহত্তম অপারেশনাল ইউনিট—বিভিন্ন বিভাগ, ডিভিশন, জোন অফিস ও শাখা প্রধানের দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে কর্মজীবন শুরু করেন ওমর ফারুক। তিনি সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশে ব্যাংকিং ও ক্রেডিট ব্যবস্থাপনার ওপর বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি ও সেমিনারে অংশ নিয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত