আমেরিকার সঙ্গে বাণিজ্য সংলাপ প্রস্ততিতে শুল্কে বড় ছাড়

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১৮: ৪৪

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্ততির অংশ হিসাবে সে দেশটি থেকে আমদানিকৃত পণ্যে শুল্কে বড় ধরনের ছাড় দেওয়ার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এ জন্য কিছু পণ্যের উপর থেকে আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার এবং কিছু পণ্যের ক্ষেত্রে শুল্ক হার কমানোর প্রস্তাব করা হয়েছে। আজ বাজেট বক্তৃতায় এসব শুল্ক ছাড়ের কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

অর্থ উপদেষ্টা বাজেট বক্তৃতায় আমদানি পণ্যের শুল্ক-কর হার পর্যায়ক্রমে হ্রাস করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, ৬৫টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস, ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং ৪৪২টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করার প্রস্তাব করেন।

এছাড়া বর্তমানে বলবৎ ন্যূনতম ও ট্যারিফ মূল্য পর্যায়ক্রমে প্রত্যাহার করার অংশ হিসেবে বিদ্যমান সকল ট্যারিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা। একই সাথে ৮৪টি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার এবং ২৩টি পণ্যের ন্যূনতম মূল্য বৃদ্ধি করে শুল্ক মূল্য যৌক্তিক করার প্রস্তাব করেন উপদেষ্টা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত