স্টাফ রিপোর্টার
জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ স্মরণে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের একাংশ আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন। অবস্থান কর্মসূচি শেষে শহীদ আবু সাঈদের মত দুই হাত প্রসারিত করে প্রতীকী আবু সাঈদ দেয়াল নির্মাণ করেন। এ সময় কর্মকর্তারা বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে শহীদ আবু সাঈদ। তিনি দেশের মানুষকে শিখিয়ে গেছেন কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়।
বুধবার বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক মিজানুর রহমান আকন বলেন, শহীদ আবু সাঈদ গত বছরের এই দিনে জীবন দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। তিনিসহ জুলাই বিপ্লবে যত মানুষ শহীদ হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। ইতিমধ্যে তাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা চাই ভবিষ্যতেও যে কোন অন্যায় দেখলে আবু সাঈদের মত যাতে সবাই প্রতিবাদী হয়ে উঠে।
পরিচালক বায়েজিদ সরকার বলেন, শহীদ আবু সাঈদ আমাদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। প্রকৃতপক্ষে এদেশের জনগণ এদেশের মালিক। কিন্তু গত ১৬ বছর মালিকানা ছিনিয়ে নিয়েছিল একটি দল। তাদের প্রতি আমি ঘৃণা প্রকাশ করছি। এখনো তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু আমরা শহীদ আবু সাঈদের মত তাদের সকল চক্রান্ত নষ্ট করে দিব। গত ১৬ বছরে দেশের আইন-শৃঙ্খলা সহ অর্থনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছিল। এখন আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আশা করি খুব শীঘ্রই আমরা একটি ভালো অবস্থানে পৌঁছাবো।
অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের এর আগেও বহু আন্দোলন হয়েছে। কিন্তু আমরা সেসব আন্দোলনের শহীদদের দেখিনি। গত বছর জুলাই আন্দোলনে আমরা সরাসরি অংশগ্রহণ করেছি এবং শহীদদের দেখেছি। আবু সাঈদের আত্মদানের মাধ্যমে আমরা নতুন একটি স্বাধীনতা পেয়েছি। তাই ১৬ ই জুলাই আমার কাছে একটি সাহসের দিন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১ জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে প্রাণ হারান আবু সাঈদ। তাকে বলা হয় চব্বিশের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ। এক বছর আগে তার মৃত্যুতে পুরো দেশে শোকের ছায়া নেমে আসে।
জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ স্মরণে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের একাংশ আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন। অবস্থান কর্মসূচি শেষে শহীদ আবু সাঈদের মত দুই হাত প্রসারিত করে প্রতীকী আবু সাঈদ দেয়াল নির্মাণ করেন। এ সময় কর্মকর্তারা বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে শহীদ আবু সাঈদ। তিনি দেশের মানুষকে শিখিয়ে গেছেন কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়।
বুধবার বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক মিজানুর রহমান আকন বলেন, শহীদ আবু সাঈদ গত বছরের এই দিনে জীবন দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। তিনিসহ জুলাই বিপ্লবে যত মানুষ শহীদ হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। ইতিমধ্যে তাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা চাই ভবিষ্যতেও যে কোন অন্যায় দেখলে আবু সাঈদের মত যাতে সবাই প্রতিবাদী হয়ে উঠে।
পরিচালক বায়েজিদ সরকার বলেন, শহীদ আবু সাঈদ আমাদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। প্রকৃতপক্ষে এদেশের জনগণ এদেশের মালিক। কিন্তু গত ১৬ বছর মালিকানা ছিনিয়ে নিয়েছিল একটি দল। তাদের প্রতি আমি ঘৃণা প্রকাশ করছি। এখনো তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু আমরা শহীদ আবু সাঈদের মত তাদের সকল চক্রান্ত নষ্ট করে দিব। গত ১৬ বছরে দেশের আইন-শৃঙ্খলা সহ অর্থনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছিল। এখন আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আশা করি খুব শীঘ্রই আমরা একটি ভালো অবস্থানে পৌঁছাবো।
অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের এর আগেও বহু আন্দোলন হয়েছে। কিন্তু আমরা সেসব আন্দোলনের শহীদদের দেখিনি। গত বছর জুলাই আন্দোলনে আমরা সরাসরি অংশগ্রহণ করেছি এবং শহীদদের দেখেছি। আবু সাঈদের আত্মদানের মাধ্যমে আমরা নতুন একটি স্বাধীনতা পেয়েছি। তাই ১৬ ই জুলাই আমার কাছে একটি সাহসের দিন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১ জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে প্রাণ হারান আবু সাঈদ। তাকে বলা হয় চব্বিশের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ। এক বছর আগে তার মৃত্যুতে পুরো দেশে শোকের ছায়া নেমে আসে।
দাবা বিশ্বকাপে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্বকারী মনন রেজা নীড়ের বিশ্বজয়ের যাত্রার অংশীদার হতে পেরে গর্বিত বার্জার পেইন্টস বাংলাদেশ।
৩৩ মিনিট আগেবাংলাদেশ ব্যাংক সম্প্রতি ছয়টি ব্যাংক থেকে প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে ৩৮ মিলিয়ন ডলার কিনেছে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্যাংকগুলো থেকে মোট ২ দশমিক ১২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
১ ঘণ্টা আগেএই তদন্তের ফলে হোয়াইট হাউস যেকোনো আমদানি পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে। বিশ্লেষকদের মতে, এতে আবারও শুরু হতে পারে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ—যা কয়েকদিন আগেই কিছুটা প্রশমিত হয়েছিল।
১ ঘণ্টা আগেআজ, বুধবার, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ ক্যাম্পেইন’ উপলক্ষ্যে চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য রোডশো, সেমিনার এবং স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
৩ ঘণ্টা আগে