কৃষি ও সিএমএসএমই ঋণের প্রভিশন সংরক্ষণের হার কমলো

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৯: ৫৫

ব্যাংকের অধীনে বিতরণ করা স্বল্পমেয়াদী কৃষি ঋণ এবং কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) ঋণের বিপরীতে রাখা প্রভিশনের হার কমাল বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন

সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদী কৃষি ঋণ এবং সিএমএসএমই ঋণ বিতরণে উৎসাহিত করার জন্য অশ্রেণীকৃত, স্ট্যান্ডার্ড ও স্পেশাল মেনশন অ্যাকাউন্টে ঋণের বিপরীতে ১ শতাংশ হারে প্রভিশন রাখতে হবে। এর আগে এই হার ছিল ৫ শতাংশ। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই হার বহাল থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত