কৃষি ও সিএমএসএমই ঋণের প্রভিশন সংরক্ষণের হার কমলো
অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৯: ৫৫

ব্যাংকের অধীনে বিতরণ করা স্বল্পমেয়াদী কৃষি ঋণ এবং কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) ঋণের বিপরীতে রাখা প্রভিশনের হার কমাল বাংলাদেশ ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদী কৃষি ঋণ এবং সিএমএসএমই ঋণ বিতরণে উৎসাহিত করার জন্য অশ্রেণীকৃত, স্ট্যান্ডার্ড ও স্পেশাল মেনশন অ্যাকাউন্টে ঋণের বিপরীতে ১ শতাংশ হারে প্রভিশন রাখতে হবে। এর আগে এই হার ছিল ৫ শতাংশ। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই হার বহাল থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com