অর্থনৈতিক রিপোর্টার
মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদে কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের নিকট পদত্যাগ জমা দিয়েছেন তিনি। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন বদিউজ্জামান দিদার।
তিনি বলেন, স্বাস্থ্যগত সমস্যার কারণে নগদের প্রশাসক পদ থেকে পদত্যাগ করেছি। নগদে কাজের অনেক চাপ, যা বর্তমানে আমার শরীরে সঙ্গে যাচ্ছে না। তাই গভর্নর বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নগদের প্রশাসক পদত্যাগপত্র জমা দিয়েছেন, তা এখনো গ্রহণ করা হয়নি।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ দেয়। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া। পাশাপাশি একাধিক কর্মকর্তা ও ডাক বিভাগের একাধিক কর্মকর্তাকে সহকারী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগের পর নগদের বিভিন্ন অনিয়মের বিষয় তদন্ত করেন দিদার। এসব অনিয়মে নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক জড়িত থাকায় তিনি তদন্ত বন্ধ করতে নগদের প্রশাসকে হুমকি দেন। পরে গত সেপ্টেম্বরে হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন দিদার। জিডিতে তিনি প্রতিষ্ঠানটির নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকের বিরুদ্ধে অভিযোগ আনেন। এরপর গত১২ ফেব্রুয়ারি তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।
হামলার ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংক থেকে তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে, তবে তিনি সাহস পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে নগদে নতুন প্রশাসক দেওয়ার জন্য উপযুক্ত কর্মকর্তার খোঁজ করছে বাংলাদেশ ব্যাংক। নগদের কার্যক্রম সম্পর্কে ধারণা আছে, এমন উপযুক্ত কর্মকর্তা খোঁজা হচ্ছে বলে জানা গেছে।
মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদে কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের নিকট পদত্যাগ জমা দিয়েছেন তিনি। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন বদিউজ্জামান দিদার।
তিনি বলেন, স্বাস্থ্যগত সমস্যার কারণে নগদের প্রশাসক পদ থেকে পদত্যাগ করেছি। নগদে কাজের অনেক চাপ, যা বর্তমানে আমার শরীরে সঙ্গে যাচ্ছে না। তাই গভর্নর বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নগদের প্রশাসক পদত্যাগপত্র জমা দিয়েছেন, তা এখনো গ্রহণ করা হয়নি।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ দেয়। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া। পাশাপাশি একাধিক কর্মকর্তা ও ডাক বিভাগের একাধিক কর্মকর্তাকে সহকারী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগের পর নগদের বিভিন্ন অনিয়মের বিষয় তদন্ত করেন দিদার। এসব অনিয়মে নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক জড়িত থাকায় তিনি তদন্ত বন্ধ করতে নগদের প্রশাসকে হুমকি দেন। পরে গত সেপ্টেম্বরে হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন দিদার। জিডিতে তিনি প্রতিষ্ঠানটির নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকের বিরুদ্ধে অভিযোগ আনেন। এরপর গত১২ ফেব্রুয়ারি তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।
হামলার ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংক থেকে তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে, তবে তিনি সাহস পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে নগদে নতুন প্রশাসক দেওয়ার জন্য উপযুক্ত কর্মকর্তার খোঁজ করছে বাংলাদেশ ব্যাংক। নগদের কার্যক্রম সম্পর্কে ধারণা আছে, এমন উপযুক্ত কর্মকর্তা খোঁজা হচ্ছে বলে জানা গেছে।
আর আমদানির ওপর নির্ভরতা নয়— এখন থেকে দেশেই উৎপাদিত হবে সকল ধরনের বালাইনাশক ও কীটনাশক। এতে শুধু বিদেশনির্ভরতা কমবে না, নতুন করে রপ্তানির পথও খুলে যাবে বলে আশা করছেন খাতসংশ্লিষ্টরা।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার (২১ অক্টোবর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ১১ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমান রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
৬ ঘণ্টা আগেফের বড় ধরনের তারল্য সংকটে পড়েছে দেশের শেয়ারবাজার। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ৩৫৫ কোটি টাকা, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৩ জুন ডিএসইতে সর্বনিম্ন ২৭৬ কোটি টাকা লেনদেন হয়েছিল।
৬ ঘণ্টা আগেদাবা বিশ্বকাপে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্বকারী মনন রেজা নীড়ের বিশ্বজয়ের যাত্রার অংশীদার হতে পেরে গর্বিত বার্জার পেইন্টস বাংলাদেশ।
৮ ঘণ্টা আগে