আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গোপালগঞ্জে গুলিবিদ্ধ রমজান মুন্সী মারা গেছেন

আমার দেশ অনলাইন
গোপালগঞ্জে গুলিবিদ্ধ রমজান মুন্সী মারা গেছেন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ ও হামলার ঘটনায় রমজান মুন্সী (৩২) নামে গুলিবিদ্ধ আরো এক যুবক মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পেশায় তিনি রিকশাচালক ছিলেন। রমজান মুন্সী গোপালগঞ্জ সদর থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সীর ছেলে।

বিজ্ঞাপন

এ ঘটনায় গুলিবিদ্ধ সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০) নামে আরো দুজন বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সহিংসতার ঘটনায় এ নিয়ে ৫ জনের মৃত্যু হলো। এর আগে গত বুধবার ঘটনার দিনই ৪ জন নিহত হন।

শুক্রবার সকালে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গোপালগঞ্জ সদর এলাকা থেকে নিয়ে আসা রমজান মুন্সী নামের এক যুবক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা গেছেন। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন