পুরস্কার কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তির দাবিতে বাংলা একাডেমি ঘেরাও

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১৯: ৫০

বাংলা একাডেমির আমূল সংস্কার, ফ্যাসিবাদীদের অপসারণ ও সম্প্রতি পুরস্কার কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে 'ঘেরাও কর্মসূচি' পালন করেছে 'বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ' ও 'জাতীয় সাংস্কৃতিক বিপ্লব' নামে দুটি সংগঠন।

বিজ্ঞাপন

রবিবার দুপুরে বাংলা একাডেমির সামনে এই কর্মসূচি পালিত হয়। এসময় বিক্ষোভকারীরা পুরস্কার প্রক্রিয়ায় জড়িতদের জবাবদিহিতা এবং একাডেমির কার্যক্রমে মৌলিক সংস্কারের দাবি জানান। কর্মসূচিতে অংশ নেওয়ার পর তাদের একটি প্রতিনিধি দল বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সঙ্গে সাক্ষাৎ করেন।

ঘেরাও কর্মসূচিতে কথাসাহিত্যিক এহসান মাহমুদ বলেন, বাংলা একাডেমি নির্বাহী পরিষদ পুনর্গঠন না করলে এই সমস্যার সমাধান হবে না। একাডেমির মূল কাজ গবেষণা হলেও সেই জায়গা থেকে একাডেমি সরে গেছে। তারা এখন বইমেলার আয়োজন আর পুরস্কার দেওয়ার কাজ নিয়েই ব্যস্ত থাকে। মূল কাজ যে গবেষণা, তা নিয়ে তাদের কোনো কাজ নেই।

এসময় লেখক আবিদ আজম বলেন, স্বৈরাচারের দোসরদের পুরস্কার স্থগিত নয়, বাতিল করতে হবে। স্বৈরাচারী সরকারের সময় বাংলা একাডেমিতে অনেক অযোগ্যদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে বাদ দিতে হবে। পুরস্কারের জুরি বোর্ডে যারা ছিলেন, তাদের নাম প্রকাশ করতে হবে।

এসময় আরো বক্তব্য দেন কবি মঈন মুনতাসীর, কবি সাম্য শাহ, মাহবুব হাসান, শাকিল মাহমুদ, পলিয়ার ওয়াহিদ প্রমুখ।

এর আগে গত ২৩ জানুয়ারি বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক বিজ্ঞপ্তিতে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ ঘোষণা করা হয়। কিন্তু পুরষ্কার প্রাপ্তদের নিয়ে নিয়ে নানান আলোচনা সমালোচনা সৃষ্টি হওয়ায় শনিবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

পুরস্কার পাওয়ার তালিকায় কবি-সাহিত্যিকদের মধ্যে ছিলেন কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্য-সাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়ার কথা রয়েছে।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত