আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জিয়া পরিষদের উদ্যোগে ইফতার বিতরণ

আমার দেশ ডেস্ক

জিয়া পরিষদের উদ্যোগে ইফতার বিতরণ

দেশের বিদ্যমান ব্যাংক ও জীবন বীমা কর্পোরেশনের জিয়া পরিষদের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদের সভাপতি শেখ আব্দুল কুদ্দুসের সভাপতিতে সোনালী ব্যাংকের প্রধান কার্যলয়ের প্রাঙ্গনে এই ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সম্মানিত মহাসচিব প্রফেসর ডঃ মোঃ এমতাজ হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পিরিচালক আমিরুল ইসলাম কাগুজি, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডঃ ইয়ারুল কবির, মাহফুজুর রহমান ফরহাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ, জিয়া পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জনাব আবুল কালাম আজাদ ও টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এ,কে,এম, আব্দুল আউয়াল। এছাড়াও আলোচ্য কর্মসূচীতে জিয়া পরিষদের বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, বিডিবিএল, জীবন বীমা কর্পোরেশন ও বেসরকারি ব্যাংক ইউনিটের সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। কর্মসূচীর শুরুতেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত কামনা করা হয়। কর্মসূচীটি সোনালী ব্যাংক পিএলসি এর জিয়া পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যাংকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল পর্যায়ের সার্বিক সহযোগিতায় সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এম. মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামস্ তিবরীজ ভুইয়া; সোনালী ব্যাংককের সভাপতি জনাব সুভাষ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এস,এম, আবুল বাশার; অগ্রণী ব্যাংকের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, জনতা ব্যাংকের মোঃ হাফিজুর রহমান, বেসরকারী ব্যাংক ইউনিটের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোবিন্দ চাঁদ কুন্ডু।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...