আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১ হাজার পিস ইয়াবাসহ বিমানযাত্রী আটক

স্টাফ রিপোর্টার
১ হাজার পিস ইয়াবাসহ বিমানযাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার পিস ইয়াবাসহ এক বিমানযাত্রীকে বুধবার রাতে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃত যাত্রীর নাম মো. রাজু মোল্লা (৩২)।

এপিবিএন জানায়, বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর বলাকা ভবনের উত্তর পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এয়ারপোর্ট আর্মড পুলিশের জিজ্ঞাসাবাদে রাজু মোল্লা জানায়, সে পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা বহন করছিলেন। পরে এক্স-রে পরীক্ষায় তার পাকস্থলীতে ডিম্বাকৃতির ২০টি বস্তু শনাক্ত হয়। চিকিৎসকের তত্ত্বাবধানে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তার শরীর থেকে কসটেপ মোড়ানো অবস্থায় ২০টি পোটলা বের করা হয়। এগুলো খুলে মোট ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এপিবিএন আরও জানায়, আটক রাজু মোল্লা দীর্ঘদিন ধরে মাদক পরিবহণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত। এ ঘটনায় আজ বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন