মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাক জব্দ চালক পলাতক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৩: ৩২

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় খন্দকার সাইদুর রহমান (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সাইদুর রহমান পেশায় ছিলেন একজন মার্চেন্ডাইজার। রোববার রাত সোয়া ১২টার দিকে তেজগাঁওয়ে সাউদান পাম্পের পাশের সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

​গুরুতর আহত অবস্থায় পথচারীরা সাইদুর রহমানকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দিবাগত রাত পৌনে দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

​নিহতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, সাইদুর রহমান রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। তবে দুর্ঘটনার সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা তার সহকর্মী অক্ষত রয়েছেন।

​এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মারুফ জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটিকে জব্দ করা হয়েছে, তবে চালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

​নিহত খন্দকার সাইদুর রহমান পল্লবীর ৪/৬ আলাবদিরটেক, বাউলিয়ার বাসিন্দা। তার বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

আমার দেশ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত