স্টাফ রিপোর্টার
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দীর্ঘ সাত ঘণ্টা রাজধানীর মহাখালী রেল ক্রসিং অবরোধ করে রাখার পর সোমবার রাত ১০টার দিকে অবরোধ তুলে নেয় সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা জানান, আগামী সাত দিনের মধ্যে তাদের দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে আবারও আন্দোলনে নামবেন তারা।
সন্ধ্যা ৭টার দিকে তিতুমীর কলেজের প্রশাসনিক ভবনে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়। এতে তিতুমীর কলেজের অধ্যক্ষসহ তিন অধ্যাপক, শিক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা এবং গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন। তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ১২ শিক্ষার্থীও বৈঠকে অংশ নেন।
অনশন ও অবরোধের ষষ্ঠ দিনে বেলা সাড়ে ৩টা থেকে শতাধিক শিক্ষার্থী রাজধানীর মহাখালীর রেললাইন অবরোধ করেন। সারাদেশের সঙ্গে রেল চলাচলের গুরুত্বপূর্ণ এই পয়েন্ট বন্ধ করে দেওয়ায় রেলের শিডিউল বিপর্যয় ঘটে। পাশাপাশি মহাখালী থেকে জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেটমুখী গুরুত্বপূর্ণ এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন বাস ও ট্রেনের যাত্রীসহ সাধারণ মানুষ।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার বেলা ১১টার দিকে তিতুমীর কলেজের সামনের সড়কের উভয় প্রান্তে বাঁশ দিয়ে অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ কারণে সড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, এদিন রেলক্রসিং অবরোধ করার আগ পর্যন্ত কিছু সময় পরপর তিতুমীর কলেজের সামনের সড়ক থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। যতক্ষণ বিক্ষোভ করতে থাকেন, ততক্ষণ এয়ারপোর্টমুখী গুরুত্বপূর্ণ এই সড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। পরে সেখান থেকে আবার কলেজের সামনে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এভাবে চলতে থাকে বেলা ৩টা পর্যন্ত। একপর্যায়ে বেলা ৩টার পর মিছিল নিয়ে শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিংয়ের ওপরে অবস্থান নেন।
অবরোধের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রেলক্রসিংয়ের ওপর অবস্থান করা আন্দোলনকারীদের বিপুল পুলিশ সদস্য ঘিরে রাখেন। সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি বিবেচনায় মোতায়েন করা হয় চার প্লাটুন বিজিবি। প্রস্তুত রাখা হয় পুলিশের রায়ট কার ও জলকামান।
ডিএমপির গুলশান ডিভিশনের ডিসি তারেক মাহমুদ জানিয়েছিলেন, সম্ভাব্য সব ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় পুলিশ প্রস্তুত।
শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে জানিয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন আমার দেশকে বলেন, আপাতত ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশনে ট্রেন চলাচল বন্ধ আছে। আন্দোলনকারীরা রেলপথ ছাড়লে ট্রেন চলাচল আবার শুরু হবে।
জানা গেছে, বিকালে মহাখালীতে রেলপথ অবরোধ করা হলে রেলকর্মীরা লাল পতাকা দেখান। পতাকা দেখে কমলাপুর থেকে ছেড়ে আসা নোয়াখালীমুখী উপকূল এক্সপ্রেসের চালক মহাখালী রেলগেটের আগে ট্রেন থামিয়ে দেন। পরে ট্রেনটি তেজগাঁও স্টেশনে গিয়ে অবস্থান নেয়।
ট্রেনের লোকোমাস্টার লতিফ জানান, ট্রেন আটকে দেওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে সেটি পেছনের দিকে ফিরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী ট্রেন পেছানো হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলপথ অবরোধের ঘটনায় ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। দিনের অন্তত ১৮টি আন্তঃনগর ট্রেনের ঢাকা থেকে ছাড়ার শিডিউল থাকলেও সবগুলোরই স্টেশন ছাড়তে বিলম্ব হবে। ট্রেন চলাচল কখন শুরু হবে, তাও নিশ্চিত নয়। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
কয়েকজন যাত্রী জানিয়েছেন, সম্প্রতি রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল। তখন বিপাকে পড়তে হয়েছে। এখন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরুর পর শিক্ষার্থীদের রেলপথ অবরোধে আবারও ভোগান্তিতে পড়তে হচ্ছে।
অবরোধের কারণে মহাখালী রেলক্রসিং থেকে ফার্মগেটমুখী যাত্রীদের হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। অফিসফেরত নাগরিকদের এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
জানা গেছে, পূর্বনির্ধারিত শিডিউলে থাকা ট্রেনগুলোর মধ্যে রয়েছে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস, চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস, তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস, চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস, দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস, কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর গোধূলি, খুলনাগামী চিত্রা এক্সপ্রেস, পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস, কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস, চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস, লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস, সিলেটগামী উপবন এক্সপ্রেস, মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস, কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস, রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস, চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস এবং পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দীর্ঘ সাত ঘণ্টা রাজধানীর মহাখালী রেল ক্রসিং অবরোধ করে রাখার পর সোমবার রাত ১০টার দিকে অবরোধ তুলে নেয় সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা জানান, আগামী সাত দিনের মধ্যে তাদের দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে আবারও আন্দোলনে নামবেন তারা।
সন্ধ্যা ৭টার দিকে তিতুমীর কলেজের প্রশাসনিক ভবনে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়। এতে তিতুমীর কলেজের অধ্যক্ষসহ তিন অধ্যাপক, শিক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা এবং গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন। তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ১২ শিক্ষার্থীও বৈঠকে অংশ নেন।
অনশন ও অবরোধের ষষ্ঠ দিনে বেলা সাড়ে ৩টা থেকে শতাধিক শিক্ষার্থী রাজধানীর মহাখালীর রেললাইন অবরোধ করেন। সারাদেশের সঙ্গে রেল চলাচলের গুরুত্বপূর্ণ এই পয়েন্ট বন্ধ করে দেওয়ায় রেলের শিডিউল বিপর্যয় ঘটে। পাশাপাশি মহাখালী থেকে জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেটমুখী গুরুত্বপূর্ণ এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন বাস ও ট্রেনের যাত্রীসহ সাধারণ মানুষ।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার বেলা ১১টার দিকে তিতুমীর কলেজের সামনের সড়কের উভয় প্রান্তে বাঁশ দিয়ে অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ কারণে সড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, এদিন রেলক্রসিং অবরোধ করার আগ পর্যন্ত কিছু সময় পরপর তিতুমীর কলেজের সামনের সড়ক থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। যতক্ষণ বিক্ষোভ করতে থাকেন, ততক্ষণ এয়ারপোর্টমুখী গুরুত্বপূর্ণ এই সড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। পরে সেখান থেকে আবার কলেজের সামনে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এভাবে চলতে থাকে বেলা ৩টা পর্যন্ত। একপর্যায়ে বেলা ৩টার পর মিছিল নিয়ে শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিংয়ের ওপরে অবস্থান নেন।
অবরোধের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রেলক্রসিংয়ের ওপর অবস্থান করা আন্দোলনকারীদের বিপুল পুলিশ সদস্য ঘিরে রাখেন। সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি বিবেচনায় মোতায়েন করা হয় চার প্লাটুন বিজিবি। প্রস্তুত রাখা হয় পুলিশের রায়ট কার ও জলকামান।
ডিএমপির গুলশান ডিভিশনের ডিসি তারেক মাহমুদ জানিয়েছিলেন, সম্ভাব্য সব ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় পুলিশ প্রস্তুত।
শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে জানিয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন আমার দেশকে বলেন, আপাতত ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশনে ট্রেন চলাচল বন্ধ আছে। আন্দোলনকারীরা রেলপথ ছাড়লে ট্রেন চলাচল আবার শুরু হবে।
জানা গেছে, বিকালে মহাখালীতে রেলপথ অবরোধ করা হলে রেলকর্মীরা লাল পতাকা দেখান। পতাকা দেখে কমলাপুর থেকে ছেড়ে আসা নোয়াখালীমুখী উপকূল এক্সপ্রেসের চালক মহাখালী রেলগেটের আগে ট্রেন থামিয়ে দেন। পরে ট্রেনটি তেজগাঁও স্টেশনে গিয়ে অবস্থান নেয়।
ট্রেনের লোকোমাস্টার লতিফ জানান, ট্রেন আটকে দেওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে সেটি পেছনের দিকে ফিরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী ট্রেন পেছানো হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলপথ অবরোধের ঘটনায় ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। দিনের অন্তত ১৮টি আন্তঃনগর ট্রেনের ঢাকা থেকে ছাড়ার শিডিউল থাকলেও সবগুলোরই স্টেশন ছাড়তে বিলম্ব হবে। ট্রেন চলাচল কখন শুরু হবে, তাও নিশ্চিত নয়। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
কয়েকজন যাত্রী জানিয়েছেন, সম্প্রতি রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল। তখন বিপাকে পড়তে হয়েছে। এখন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরুর পর শিক্ষার্থীদের রেলপথ অবরোধে আবারও ভোগান্তিতে পড়তে হচ্ছে।
অবরোধের কারণে মহাখালী রেলক্রসিং থেকে ফার্মগেটমুখী যাত্রীদের হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। অফিসফেরত নাগরিকদের এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
জানা গেছে, পূর্বনির্ধারিত শিডিউলে থাকা ট্রেনগুলোর মধ্যে রয়েছে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস, চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস, তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস, চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস, দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস, কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর গোধূলি, খুলনাগামী চিত্রা এক্সপ্রেস, পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস, কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস, চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস, লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস, সিলেটগামী উপবন এক্সপ্রেস, মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস, কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস, রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস, চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস এবং পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস।
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ঢামেক হাসপাতাল ভর্তি হয়েছেন। তাদেরকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। আহতরা হলেন, নরসিংদীর মাদবদী এলাকার ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ী মো: সজল (৩০), ও আলামিন(২৭)।
৫ ঘণ্টা আগেরাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাতনামা পুরুষের বয়স আনুমানিক ৬০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৫ ঘণ্টা আগেনাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে রাজধানীতে নতুন তিনটি নাগরিক সেবাকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৬ ঘণ্টা আগেমেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।
৯ ঘণ্টা আগে