শ্রবণপ্রতিবন্ধী শিশুদের অনুপ্রেরণার গল্পে নির্মিত “গাইবে ওরা, শুনবে পৃথিবী” মিউজিক্যাল ভিডিওর উদ্বোধন করা হয়েছে। শ্রবণ ও বাকপ্রতিবন্ধী শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে যাওয়া প্রতিষ্ঠান শোনো বাংলাদেশ হিয়ারিং অ্যান্ড স্পিচ ক্লিনিক রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ এ মিউজিক্যাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে।
মূলত ভিডিওটিতে জন্মগত শ্রবণপ্রতিবন্ধী ও কক্লিয়ার ইমপ্লান্টপ্রাপ্ত শিশুদের বাস্তব ও অনুপ্রেরণাদায়ক যাত্রা তুলে ধরা হয়েছে। যারা এক সময় কথা বলতে ও শুনতে অক্ষম ছিল, আধুনিক চিকিৎসা, কক্লিয়ার ইমপ্লান্টেশন ও নিয়মিত স্পিচ থেরাপির মাধ্যমে তারা আজ শব্দের জগতে নতুন করে পথচলা শুরু করেছে। ভিডিওটি এসব শিশুদের সাহস, আত্মবিশ্বাস ও সাফল্যের গল্পকে উদযাপন করে।
শনিবার রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ইসিবি চত্বরে অবস্থিত প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিতদের মধ্যে ছিলেন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ডা. মো. জাকারিয়া সরকার, সিআরপির ট্রাস্টি মেম্বার মি. গ্লেন,ব্র্যাক হেলথ কেয়ারের ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. তৌফিক হাসান, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. এম. মাইনুল হাফিজ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রবণপ্রতিবন্ধী শিশুদের সময়মতো সঠিক চিকিৎসা ও থেরাপি প্রদান করা হলে তারাও সমাজে সম্পূর্ণ সক্ষম ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। এ ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শোনো বাংলাদেশ হিয়ারিং অ্যান্ড স্পিচ ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘‘এই ভিডিওটি শুধু একটি মিউজিক্যাল প্রজেক্ট নয়; এটি হাজারো অভিভাবকের জন্য আশার বার্তা। আমরা দেখাতে চেয়েছি—সঠিক সময় ও সঠিক সহায়তা পেলে শ্রবণপ্রতিবন্ধী শিশুরাও গাইতে পারে, শুনতে পারে এবং স্বপ্ন পূরণ করতে পারে।”

