বিমানবন্দরের পথে হাদি
স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৩: ২২

ছবি: আমার দেশ
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুরে নিতে এভারকেয়ার হাসপাতাল ছেড়েছে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স। সঙ্গে রয়েছেন তার দুই ভাই।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে বিমানবন্দরের উদ্দেশে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স হাসপাতাল ছেড়ে যায়। বিমানবন্দরে থাকা এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হবে তাকে।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com