আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএমইউতে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ও রুলস বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

বিএমইউতে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ও রুলস বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-তে অর্থ ও হিসাব অফিসের উদ্যোগে অনুষ্ঠিত পাবলিক প্রকিউরমেন্ট এ্যাক্ট ২০০৬ ও রুলস ২০২৫ নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার ২৪ নভেম্বর ২০২৫ইং তারিখে বিএমইউর এ ব্লকে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন বিএমইউর সম্মানিত পরিচালক (অর্থ ও হিসাব) জনাব খন্দকার শফিকুল হাসান (রতন)।

কর্মশালায় ২য় দিনে রিসোর্চ পারর্সন হিসেবে বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক জনাব মোহাম্মদ আলী আহমেদ খান। কর্মশালায় বিএমইউ এর বিভিন্ন বিভাগের ক্রয় কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ৪০ জন শিক্ষক, কর্মকর্তা অংশগ্রহণ করেন।

গুরুত্বপূর্ণ এই কর্মশালায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) জনাব নাছির উদ্দিন ভূ্ঞাঁ এবং অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা।

এছাড়াও উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মো. মাসুদ আলম, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ আবু নাজির, অডিট এ্যান্ড একাউন্টস অফিসার মো. আব্দুল মতিন, সেকশন অফিসার (অর্থ ও হিসাব) শামীম আহম্মদ প্রমুখ ছাড়াও প্রশিক্ষণার্থী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তাবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন